রাস্তাঘাটে নিরাপদ থাকতে যে দোয়া পড়বেন

আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৪:০১:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৪:০১:১০ অপরাহ্ন
হাদিসে বাড়ি থেকে বের হওয়ার সময় একটি বিশেষ দোয়া পড়ার নির্দেশনা রয়েছে, যাতে আল্লাহর শক্তি ও ক্ষমতার ওপর বান্দার পূর্ণ আস্থা ও ভরসা প্রকাশ পায়। বাড়ি থেকে বের হওয়ার সময় যে এ দোয়া পড়ে, আল্লাহ তাআলা তার পথ সহজ করে দেন, বিপদ-আপদ থেকে রক্ষা করেন এবং শয়তানের কুমন্ত্রণা থেকেও হেফাজত করেন।

আনাস (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, কেউ বাড়ি থেকে বের হবার সময় যদি বলে,
بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

উচ্চারণ: বিসমিল্লাহি তাওয়াক্কাল্তু আলাল্লহি, লা হাওলা ওয়ালা ক্যুওয়াতা ইল্লা বিল্লাহি।

অর্থ: আল্লাহর নামে বের হলাম, আল্লাহর ওপর ভরসা করলাম, আল্লাহ ছাড়া কোন উপায় নেই, ক্ষমতা নেই।

তাহলে বলা হয়, পথ পেলে, উপায়-উপকরণ পেলে এবং নিরাপদ থাকলে। শয়তান তার কাছ থেকে দূরে সরে যায় এবং এক শয়তান অন্য শয়তানকে বলে, যে ব্যক্তিকে পথ দেখানো হয়েছে, উপায়-উপকরণ দেওয়া হয়েছে এবং রক্ষা করা হয়েছে তাকে তুমি কী করতে পারবে! (সুনানে আবু দাউদ: ৫০৯৫)

আল্লাহর ওপর ভরসা বা নির্ভরতা আল্লাহর ওপর ঈমানের অংশ। যে সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ ঈমান রাখে, আল্লাহর অসীম ক্ষমতায় বিশ্বাস করে, সে যে কোনো কাজে, বিপদ-আপদে ও সুখে-দুঃখে আল্লাহর ওপরই ভরসা করবে এটাই স্বাভাবিক। তাই একজন মুমিনের আবশ্যিক বৈশিষ্ট্য আল্লাহর ওপর ভরসা বা তাওয়াক্কুল। আল্লাহ তাআলা বলেন, মুমিন তো তারা, যাদের অন্তরসমূহ কেঁপে উঠে যখন আল্লাহকে স্মরণ করা হয়। আর যখন তাদের উপর তাঁর আয়াতসমূহ পাঠ করা হয় তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে এবং যারা তাদের রবের উপরই ভরসা করে। (সুরা আনফাল: ২)

আরেক আয়াতে সব কাজে আল্লাহর ওপর ভরসা করার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর উপর ভরসা করো। নিশ্চয় আল্লাহ ভরসাকারীদের ভালবাসেন। যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন তবে তোমাদের উপর বিজয়ী কেউ নেই। আর যদি তিনি তোমাদের লাঞ্ছিত করেন তবে কে এমন আছে যে, তোমাদেরকে এর পরে সাহায্য করবে? আর আল্লাহর ওপরই যেন মুমিনরা ভরসা করে। (সুরা আলে ইমরান: ৫৯, ৬০)

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]