নাচতে নাচতে জামা খুলে ফেলে দিলেন দিশা পাটানি

আপলোড সময় : ২১-০৭-২০২৫ ১০:০৮:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৭-২০২৫ ১০:০৮:৫৬ অপরাহ্ন
নাচ ও গ্ল্যামারের মিশেলে ফের সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেললেন অভিনেত্রী দিশা পাটানি। সোমবার, ২১ জুলাই ইনস্টাগ্রামে একটি নাচের ভিডিও পোস্ট করে অনুরাগীদের মুগ্ধ করলেন তিনি। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ভাইরাল হয় সেই ভিডিও। চলছিল একটি জ্যামিং সেশন। তার মধ্যেই ক্যামেরার সামনে দিশার আগুনে পারফরম্যান্স। টাইট ডান্স মুভমেন্ট, অনবদ্য লুক ও সাউন্ড ডিজাইনের মিশেলে তৈরি হয়েছে তপ্ত পরিবেশ। নেটিজেনদের ভাষায়—‘স্পিডও ফুল, হিটও ফুল, গ্ল্যাম তো আগেই ছিল!’

দিশার ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর দিদি খুশবু পাটানি। মন্তব্যে তিনি লেখেন, “পুরো আগুন” অন্যদিকে, অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু মৌনী রায় লিখেছেন, “উফফ, কী দারুণ!” অনুরাগীরাও একের পর এক প্রশংসায় ভরিয়ে দিয়েছেন—“ডান্সিং কুইন”, “স্পিড ফুল, হিট ফুল, গ্ল্যাম তো আগেই ছিল”, “দারুণ”, “দারুণ সুপার” এই মন্তব্যে ভরে উঠেছে দিশার ইনস্টাগ্রাম।

নাচের প্রতি দিশার ভালবাসা বহুদিনের। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, “ছোটবেলা থেকেই নাচ আমার প্যাশন। এটা আমার কাছে শুধু শখ নয়, এক ধরনের থেরাপি। শরীর ও মন দুটোই সতেজ হয়। আজও জীবনের প্রতিটি মুহূর্তে নাচকে ধরে রেখেছি।”

অভিনয়জীবনের শুরুতে দিশা পাটানিকে দেখা যায় তেলুগু ছবি 'Loafer'-এ। এরপর হিন্দি ছবিতে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি'-তে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। পরে জ্যাকি চ্যানের সঙ্গে 'Kung Fu Yoga' ছবিতে অভিনয় করে আন্তর্জাতিক স্বীকৃতি পান।

২০২৪ সালে মুক্তি পায় তাঁর তিনটি ছবি—সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে 'Yodha', প্রভাসের সঙ্গে 'Kalki 2898 AD', এবং সুরিয়ার সঙ্গে 'Kanguva'। ২০২৫ সালে তাঁকে দেখা যাবে অনিস বাজমি পরিচালিত 'Welcome To The Jungle' এবং একটি আন্তর্জাতিক প্রজেক্ট 'Holiguards'-এ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]