বকেয়া বেতনের দাবিতে সাকিবরা ‘হরতাল’ ডেকেছেন

আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৩:১২:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৩:১২:৫৬ অপরাহ্ন
জাতীয় দল থেকে অবসর নেওয়া সাকিব আল হাসানকে আবার ফেরানো নিয়ে মাঝেমাঝেই কথা বলতে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। সাকিব অবশ্য নিজেকে ব্যস্ত রাখছেন। কদিন আগেই খেলেছেন গ্লোবাল সুপার লিগ। এরপরই চলে গেছেন ম্যাক্সসিক্সটি ক্যারিবিয়ান লিগ খেলতে।

কিন্তু টি টেন এই টুর্নামেন্ট মাঝপথেই থেমে গেছে। বকেয়া বেতনের দাবিতে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন ক্রিকেটাররা। টুর্নামেন্টে সাকিবের মতো ডেভিড ওয়ার্নার, অ্যালেক্স হেলস ও কার্লোস ব্র্যাথওয়েইটরা খেলছেন।

গত বছর প্রথম আবির্ভূত হয় ম্যাক্স সিক্সটি। কিন্তু দ্বিতীয় বছরের একের পর এক ঝামেলা শুরু হয়েছে। এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ স্থগিত হয়েছে খেলোয়াড়দের ‘হরতালে’। টুর্নামেন্ট শুরুর ৩০ দিন আগেই সব বেতন পরিশোধ করার কথা থাকলে এখনো ক্রিকেটাররা নাকি বেতন বুঝে পাননি।

গত ২২ জুলাই সাকিবদের মায়ামি ব্লেজের দুটি ম্যাচের কোনোটিই মাঠে গড়ায়নি। গত মঙ্গলবার বিকেলে ম্যাক্সসিক্সটি তাদের ইনস্টাগ্রাম পেজে জানিয়েছে, ‘মাঠের বাইরের কারণে’ সব খেলা বাতিল হয়েছে। এবং জানিয়েছে আগামী বৃহস্পতিবার ক্যারিবিয়ান টাইগার্স ও ভেগাস ভাইকিংসের  মধ্য ফাইনাল হবে। যদিও লিগ টেবিলে ভাইকিংস তৃতীয়।

কিন্তু সে পোস্ট ডিলিট করা হয়েছে। এরপর বুধবার সকালে নতুন পোস্টে জানানো হয়, ভেগাস ভাইকিংস রানার্সআপ প্লে অফ খেলবে গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসের বিপক্ষে। এরপর ট্রফি দেওয়া হবে। মজার ব্যাপার, ফ্যালকনস পঞ্চম ছিল লিগে। 

এদিকে ক্রিকেটারদের বৈশ্বিক সংস্থা (ডাব্লিউসিএ) ক্রিকেটারদের পক্ষে দাঁড়িয়েছে। তারা বলছে, এই ঘটনা আবারও দেখিয়ে দিয়েছে, বর্তমানে চুক্তিগুলো ‘গুরুত্বহীন কাগজে’ পরিণত হয়েছে। সর্বশেষ বিপিএলে দুর্বার রাজশাহীর বিরুদ্ধেও বকেয়া বেতনের দাবিতে ম্যাচ বয়কট করেছিলেন বিদেশি ক্রিকেটাররা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]