আ. লীগের আমলে নিহতদের তালিকা তৈরির নির্দেশ প্রধান উপদেষ্টার

আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ১০:২০:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ১০:২০:৩৭ অপরাহ্ন
চব্বিশের গণ-অভ্যুত্থানের আগে ১৫ বছরের আওয়ামী শাসনামলে নিহতদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা মোহাম্মদ বরকত উল্লাহ ও ছোট ভাই আবরার ফাইয়াজের সঙ্গে সাক্ষাতকালে সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে মারার ঘটনাটি পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছিল। এ ঘটনার সুষ্ঠু বিচার সম্পন্ন হবেই। চব্বিশের গণ-অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ ও এর সংগঠনের দলীয় সন্ত্রাসীদের হামলায় নিহতের তালিকা করা হবে। একইসাথে প্রত্যেকটি ঘটনা তদন্ত করা হবে। এর পাশাপাশি তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে সংঘঠিত হত্যাকাণ্ডের তদন্ত চলছে।

এ সময় আবরার ফাহাদ হত্যা মামলার বিচারকাজ ত্বরান্বিত করতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান তার বাবা মোহাম্মদ বরকত উল্লাহ।

মোহাম্মদ বরকত উল্লাহ বলেন, দেশের জন্য কথা বলার কারণে আবরারকে সন্ত্রাসীরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। সে দেশের স্বার্থ ও অসম পানি বন্টনের বিরুদ্ধে কথা বলেছিল।

আববারের বাবা আরও বলেন, কুষ্টিয়ায় গড়াই নদীর ওপরে একটি সেতু তৈরির জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। সেতু না থাকায় প্রায় ৩০ হাজার মানুষ ভোগান্তিতে রয়েছে। এ সময় সেখানে সেতু তৈরির জন্য প্রধান উপদেষ্টাকে অনুরোধও জানান তিনি।

আবরার ফাইয়াজ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনও শিক্ষার্থী বান্ধব নয়। পড়াশোনার জন্য প্রয়োজনীয় ল্যাব, সরঞ্জাম ও অন্যান্য ব্যবস্থার সংকট রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থী বান্ধব করতে পদক্ষেপ নেয়ার কথাও বলেন তিনি। পাশাপাশি বুয়েটে র‍্যাগিং বন্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নেয়ারও অনুরোধ করেন তিনি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]