আমবাগানে পিকনিকের সময় মোটরসাইকেলে এসে হামলা, আহত ৫

আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ০২:৩৩:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ০২:৩৩:৩৪ অপরাহ্ন
 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি একটি আমবাগানে পিকনিক করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছেন একদল যুবক। এ ঘটনায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন- কারিমুল ইসলাম (৩০), সেলিম রেজা (২১), মো. রাসেল (৩৫), মাসুদ রানা (২৫) ও শান্তেজুল ইসলাম। 

শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে চককীর্তি ইউনিয়নের গৌরীশংকরপুর বারোমাসি বাজারের একটি আম বাগানে এ ঘটনা ঘটে।

 
 

স্থানীয়রা জানায়, বাগানের মালিক মাসুদ তার বন্ধুদের নিয়ে শুক্রবার দিবাগত রাতে পিকনিক করছিল। রান্নার শেষ পর্যায়ে খাবারের প্রস্তুতির সময় বিদ্যুৎ চলে গেলে মোটরসাইকেলে করে ১৫ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে আকস্মিক হামলা করে। এতে পাঁচজন গুরুতর আহত এবং ২-৩ জন সামান্য আহত  হয়। গুরুতর আহতদের স্থানীয় লোকজন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

প্রত্যক্ষদর্শী জাকির হোসেন বলেন, হামলাকারীরা ১৫টি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে এসে আক্রমণ চালায়। এ সময় তিনি তিনজনকে চিনতে পেরেছেন। তারা জামায়াতের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত।

প্রত্যক্ষদর্শী রাফেদের ভাই বলেন, আমার ছোট ভাইয়েরা কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়। হামলাকারীরা জামায়াতের অনুসারী। তার দাবি, ছোট ভাইয়েরা পিকনিক করার জন্য বাগানের একটি জায়গায় প্রস্তুতি নিচ্ছিল। এ সময় আবহাওয়া খারাপ হলে অন্য একটি নিরাপদ স্থানে পিকনিকের আয়োজন করে। তবে এর আগে নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন কয়েক দফা ওই স্থানে পিকনিক করেছিল। ধারণা করা হচ্ছে, গতরাতে যারা পিকনিক করেছে তাদেরকে আওয়ামী লীগের লোকজন ভেবে হামলা করা হয়েছে।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া পাঁচজন আহতের বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনা এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি।  তবে বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে। হামলাকারী এবং আহতদের কোনো রাজনৈতিক পরিচয় নাই বলে দাবি করেন তিনি।

চককীর্তি ইউনিয়ন জামায়াতের আমির রবিউল ইসলামের দাবি, হামলাকারীরা জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত নয়। তার দলের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নয়। তিনি নিজেও হামলাকারীদের বিচারের দাবি জানান।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]