চমক ছিল গলার হারে, এ বার চমকে দিলেন জুতো ছুড়ে!

আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০২:২৮:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০২:২৮:১৮ অপরাহ্ন
নাম তার ‘রুচি’, কিন্তু কাজে রুচির পরিচয় রাখতে পারলেন কই? সমাজমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এমনই আলোচনা। তাঁর সাজ-পোশাক অবশ্য যথেষ্ট রুচিশীল বলেই মনে হয়েছিল কান চলচ্চিত্রোৎসবের লাল গালিচায়। কিন্তু দেশের মাটিতে এমন কাণ্ড ঘটালেন, এ বার পুলিশের খাতায় নাম উঠল রুচি গুজ্জরের।

শুক্রবার পশ্চিম আন্ধেরির এক প্রেক্ষাগৃহে ‘সোলাং ভ্যালি’ ছবির বিশেষ প্রদর্শন অনুষ্ঠানে জোর করে ঢুকে পড়েন রুচি, এমনই অভিযোগ। তার পরেই শুরু করেন অকথ্য গালিগালাজ। ছবির প্রযোজক-পরিচালক মান লাল সিংহের দিকে জলের বোতল এমনকি পা থেকে চপ্পল খুলেও ছুড়ে মারেন। সেই দৃশ্য ভাইরাল হয়েছে ছবিশিকারিদের সৌজন্যে। এমন কাণ্ডের পর প্রযোজক অম্বোলা থানায় হেনস্থার লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, ২৪ জুলাই প্রযোজক মান লাল সিংহের ঘনিষ্ঠ বন্ধু কর্ণ সিংহ চৌহানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন রুচি। তাঁর অভিযোগ, কর্ণ তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। ছবি প্রযোজনার নামে ২৫ লক্ষ টাকা হাতিয়েছেন। এক সময় এই কর্ণের সঙ্গে সম্পর্কে ছিলেন রুচি। কিন্তু অর্থনৈতিক কারণে মান লাল সিংহকে তিনি হুমকি দেন, তাঁর ছবি ‘সোলাং ভ্যালি’র মুক্তি আটকে দেবেন। কর্ণ এই ছবির সহ-প্রযোজক। এর আগে রুচি দাবি করেছিলেন মান লাল সিংহের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দিয়েছিলেন কর্ণই। এর পর একাধিক পার্টিতে তাঁরা পরস্পরের মুখোমুখি হন। অনেক কথাবার্তাও হয় তাঁদের মধ্যে।

তবে মান লাল সিংহের দাবি, রুচি পুলিশে অভিযোগ দায়ের করার পরই তিনি জানতে পারেন, কর্ণ আর্থিক প্রতারণা করেছেন। তৎক্ষণাৎ তিনি তাঁর ছবি থেকে সরিয়ে দেন কর্ণকে। পাশাপাশি এ কথাও সাফ জানিয়ে দেন, তাঁর সঙ্গে রুচির কোনও আর্থিক লেনদেন হয়নি।

কিন্তু অভিযোগ, গত এক মাস ধরে নাকি রুচি ক্রমাগত মান লাল সিংহকে হুমকি বার্তা পাঠাতে থাকেন। ছবিমুক্তি আটকাতে আদালতের দ্বারস্থও হন অভিনেত্রী। তবে সেই আবেদন খারিজ হয়ে যায়।

এর পরেই শুক্রবার ছবির বিশেষ প্রদর্শনে কয়েক জন দেহরক্ষী নিয়ে জোর করে ঢুকে পড়েন। প্রযোজকের অভিযোগ, অভিনেত্রীর কাছে নাকি অনুষ্ঠানে যোগ দেওয়ার বৈধ আমন্ত্রণপত্রও ছিল না। তাঁকে বাধা দেওয়াও হয়েছিল। তিনি কোনও কিছুরই পরোয়া করেননি!

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]