যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং উড়োজাহাজ কিনবে সরকার: বাণিজ্য সচিব

আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৪:৪৭:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৪:৪৭:৫১ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার জন্য কার্যাদেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

রোববার (২৭ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
 
বাণিজ্য সচিব বলেন, বোয়িংয়ের ব্যবসাটা ওই দেশের সরকার করে না। এটা করে বোয়িং কোম্পানি। আমরা বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার কার্যাদেশ দিয়েছি। যেমন ভারত, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়াও দিয়েছে ১০০টি করে।
 
মাহবুবুর রহমান আরও জানান, কোম্পানিটি তাদের সক্ষমতা অনুযায়ী উড়োজাহাজগুলো সরবরাহ করবে। তাই এগুলো সরবরাহ করতে তারা অনেক সময় নেবে।
 
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে বর্তমানে ১৬২ সিটের ৪টি বোয়িং ৭৩৭-৮০০, ৪১৯ সিটের ৪টি বোয়িং ৭৭৭-৩০০ইআর, ৪টি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার এবং ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এয়ারক্রাফট রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]