ভোলাহাটে কর্মদক্ষতায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০১:২১:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০১:২১:৩৯ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জেলা ও উপজেলা মাধ্যমিক অধিদপ্তরের আয়োজনে ও শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দ্যোগে উপজেলার বিভিন্ন উচ্চ ও উচ্চ মাধ্যমিক স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের কর্মদক্ষতায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান রোববার সকাল ১০টায় (২৭ জুলাই ২০২৫) উপজেলা মডেল মসজিদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়।

এলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয় শহর রাজশাহী কলেজের অধ্যক্ষ মু. যহুর আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের তাৎপর্যপূর্ণ বক্তব্য বিস্তারিত আলোকপাত করেন। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়গাছী সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুনমুন সুলতানা, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ।

এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ-মুশরীভূজা ইউসূফ আলী স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ মোঃ আজগার আলী, বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ হোসেন, ড. শামসুর রহমান কারিগরী কলেজ ও আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম, খালেআলমপুর বিএম কলেজ ও আলিম মাদ্রসার অধ্যক্ষ মোঃ আলতাফ আলী, ময়ামারী দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মোঃ নুরুল ইসলাম, ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোরিকুল ইসলাম, আদাতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাব্বুল হোসেন, বাচ্চামারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, চরধরমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়েশ উদ্দিনসহ বিভিন্ন মাদ্রাসা ও মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান ও ছাত্রছাত্রীগণ এবং ছাত্রছাত্রীদের অবিভাবকগণ উপস্থিত ছিলেন।

পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে গোমস্তাপুর উপজেলার দৈনিক সকালের সময় পত্রিকার সাংবাদিক মোঃ সারোওয়ার জাহান সুমনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ হারুনর রশীদ, অফিস সহায়ক মোঃ সেলিম উদ্দিন, ভোলাহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ শরিফুল ইসলাম (শরীফ), সাবেক সভাপতি মোঃ রবিউল ইসলাম রাব্বী, সাধারণ সম্পাদক মোঃ শাহ্ কবির, সদস্য মোসাঃ শাহনাজ খাতুনসহ সুধীজনেরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পুরষ্কার বিতরণী আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]