জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে যেসব বিষয়ে একমত

আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০১:৫৩:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০১:৫৩:৫২ অপরাহ্ন
চলতি মাসের মধ্যে যেসব বিষয় একমত হবে তার চূড়ান্ত রূপ দিতে হবে-এ কথা জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, খসড়া দেয়া হয়েছে আজ বা কাল প্রাথমিকপর্যায়ে ঐক্যমতের খসড়া পৌঁছে দেয়া হবে। যে সব বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২১তম দিনের আলোচনা শুরুর আগে এ কথা বলেন তিনি।
 
আলী রীয়াজ বলেন, খসড়া দেয়া হয়েছে। আজ বা কাল প্রাথমিকপর্যায়ের ঐক্যমতের খসড়া পৌঁছে দেয়া হবে এবং ৩১ জুলাইয়ের মধ্যে যে সব বিষয় একমত হবে তার চূড়ান্ত রূপ দিতে হবে।
 
একমত হওয়া বিষয়গুলো-
 
১. সংবিধানের ৭০ অনুচ্ছেদ (নোট অব ডিসেন্ট) 
২. সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্ব
৩. নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ
৪. রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান
৫. বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ 
৬. জরুরি অবস্থা ঘোষণা কাঠামো
৭. প্রধান বিচারপতি নিয়োগ (নোট অব ডিসেন্ট) 
৮. সংবিধান সংশোধন 
৯. প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান (নোট)
১০. নির্বাচন কমিশনের নিয়োগ বিধান
১১. প্রধানমন্ত্রী হিসেবে ব্যক্তির মেয়াদকাল
১২. পুলিশ কমিশন গঠন।
 
সকালে ২১তম দিনের সভায় তত্ত্বাবধায়ক সরকারের নিয়োগ ও গঠন কাঠামো এবং নারী প্রতিনিধিত্ব নিয়ে সংলাপ শুরু হয়েছে। এছাড়াও অমীমাংসীত বিষয় নিয়ে আলোচনা করা হবে। রাষ্ট্রকাঠামোর মৌলিক ২০টি সংস্কারের মধ্যে ১২টিতে নোট অব ডিসেন্টসহ একমতে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। বাকি কয়েকটি বিষয়ে আংশিক একমত হয়েছে। দ্বিতীয় দফার আলোচনা খসড়া বিষয়ে আগামীকাল দুপুরের মধ্যে দলগুলোর মতামত দিতে হবে।
 
জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টি-সহ ৩০টির মতো রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।
 
এ সময় কমিশনের সদস্য হিসেবে বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত আছেন।
 
এদিন অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনার মাধ্যমে ঐকমত্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে কমিশন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]