মেয়েদের কোপা আমেরিকা: ব্রাজিল-আর্জেন্টিনার স্বপ্নের ম্যাচটা হচ্ছে না

আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০৩:৪৯:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০৩:৪৯:৫৮ অপরাহ্ন
কোপা আমেরিকার সর্বশেষ আসরে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল লিওনেল মেসিরা। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে হওয়া সেই টুর্নামেন্টে আর্জেন্টিনা একক আধিপত্য ধরে রেখে শিরোপা জিতেছিল। কলম্বিয়ার ছেলেরা সেবার না পারলেও তাদের ম্যাচ হারার ক্ষত খানিকটা ভুলে যাওয়ার উপলক্ষ এনে দিয়েছেন কলম্বিয়ার মেয়েরা। কোপা আমেরিকার মেয়েদের সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে উঠেছে কলম্বিয়া। 

আজ সকালে কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনাকে টাইব্রেকারে ৫–৪ ব্যবধানে হারিয়েছে কলম্বিয়া। ইকুয়েডরের কিটোতে নির্ধারিত সময়ে ম্যাচ গোলশূন্য থাকার পর খেলার ভাগ্য গড়ায় টাইব্রেকারে।

আর্জেন্টিনার হারের সঙ্গে সমর্থকদের ব্রাজিল-আর্জেন্টিনার মেয়েদের কোপা আমেরিকার ফাইনাল দেখার স্বপ্নও ভেঙে যায়। দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল ভোরে ব্রাজিল মুখোমুখি হবে উরুগুয়ের। বাংলাদেশ সময় আগামী ৩ আগস্ট রাত ৩ টায় অনুষ্ঠিত হবে ফাইনাল।

সে ফাইনালে ওঠার পথে আজ ৯০ মিনিটের খেলায় আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ছিল কলম্বিয়া। বিশেষ করে বল দখলের লড়াইয়ে। নির্ধারিত সময়ের ৬২ শতাংশ বল দখলে রেখে ১৬টি শট নিয়েছিল কলম্বিয়া যার ৫টি লক্ষ্যে ছিল। অপরদিকে আর্জেন্টিনা ১০ শটের ৩টি লক্ষ্যে রাখতে পেরেছিল। যদিও শেষ পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি।

টাইব্রেকারে প্রথম পাঁচ শটে দুই দলই চারবার করে বল জালে পাঠায়। আর্জেন্টিনার হয়ে ফ্লোরেন্সিয়া বনসেগুন্দো, সোপিয়া ব্রাউন, আলদানা কমেত্তি ও কিশি নুনেজ টাইব্রেকারে বল জালে পাঠালেও তৃতীয় শটটি থেকে গোল করতে ব্যর্থ হন পাউলিনা গ্রামাগগিলা।

আর্জেন্টিনার তৃতীয় শটটি মিস হলেও কলম্বিয়ার চতুর্থ শটটিতে গোল করতে পারেননি মায়রা রামিরেজ। আর তাতেই ম্যাচে ভারসাম্য এসেছিল দুই দলের ৫টি করে শট শেষে। সাডেন ডেথে গড়ানো টাইব্রেকারে কলম্বিয়ার ষষ্ঠ শট থেকে গোল এনে দেন ওয়েন্ডি বোনিলা। পিছিয়ে পড়া আর্জেন্টিনার আশার আলো এলিয়ানা স্তাবিলের ষষ্ঠ শটটি ফারপোস্টে লেগে ফিরে আসে। সঙ্গে সঙ্গে ৫-৪ গোল ব্যবধানে টাইব্রেকার জিতে আনন্দে ভাসে পুরো কলম্বিয়া। 

কোপা আমেরিকায় একচ্ছত্র আধিপত্য ব্রাজিলের মেয়েদের। ১৯৯১ সাল থেকে হওয়া মেয়েদের কোপা আমেরিকার আগের ৯ টুর্নামেন্টের ৮টিতে চ্যাম্পিয়ন ব্রাজিল। শুধু ২০০৬ সালে ঘরের মাটিতে আয়োজিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]