ওয়েস্ট ইন্ডিজকে লজ্জায় ডুবিয়ে অস্ট্রেলিয়ার ইতিহাস

আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০৪:০১:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০৪:০১:৫৩ অপরাহ্ন
অস্ট্রেলিয়ার কাছে নিজেদের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজে কোনো পাত্তাই পায়নি ওয়েস্ট ইন্ডিজ। এমনকি শেষ ম্যাচে মাত্র ২৭ রানে অলআউট হয়ে পুরো ক্রীড়াবিশ্বে আলোচনার জন্ম দিয়েছিল। এবার ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়নরা টি-টোয়েন্টিতেও ধবলধোলাই হয়েছে। টি-টোয়েন্টি সিরিজে ৫ ম্যাচের সবকটিতেই জিতে ইতিহাস গড়েছে অস্ট্রেলিয়া। যা ফরম্যাটটির ইতিহাসে মাত্র দ্বিতীয়বার।

এর আগে ২০২০ সালে প্রথমবার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল নিউজিল্যান্ড। সফরকারী হিসেবে নেমে ভারত সেবার ইতিহাস গড়েছিল। এর মধ্যে নাটকীয়ভাবে তৃতীয় ও চতুর্থ ম্যাচের ফল নির্ধারণ হয় সুপার ওভারে। এবার ভারতের গড়া ইতিহাসে ভাগ বসালো অস্ট্রেলিয়া। ৫ ম্যাচে সবকটিতেই তারা স্বাগতিক ক্যারিবীয়দের লজ্জায় ডুবিয়েছে। টেস্ট ও টি-টোয়েন্টি মিলিয়ে অস্ট্রেলিয়ার জয়টা ৮–০ ব্যবধানে।

দেশের বাইরের কোনো সফরে হারের মুখ না দেখে সবচেয়ে বেশি জয় পাওয়ার তালিকায় অস্ট্রেলিয়া যৌথভাবে তালিকার দুইয়ে আছে। কোনো ম্যাচ না হেরে এক সফরে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড ভারতের। ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে তারা সব সংস্করণ মিলিয়ে স্বাগতিকদের মোট ৯-০ ব্যবধানে হারিয়েছিল। এবার অস্ট্রেলিয়ার ক্যারিবীয় সফরও শেষ হলো শতভাগ জয় নিয়ে, ৮-০। সমান ব্যবধানে অবশ্য জয়ের রেকর্ড আছে অস্ট্রেলিয়া (ভিন্ন সফর) এবং উইন্ডিজদেরও, তবে তাদের জয় শতভাগ নয়। 

২০০৫ সালে নিউজিল্যান্ড সফরে গিয়ে ৯ ম্যাচের মধ্যে ৮টিতে জিতেছিল অস্ট্রেলিয়া। বাকি এক ম্যাচ ড্রতে নিষ্পত্তি হয়। এর আগে ১৯৮৩ সালে ভারত সফরে গিয়ে সবমিলিয়ে ১১ ম্যাচের মধ্যে ৮টিতে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। বাকি ৩ ম্যাচ ড্র হয়।

আজ (মঙ্গলবার) সেন্ট কিটসে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৭০ রান তোলে। সেই লক্ষ্য ৩ উইকেট ও ১৮ বল হাতে রেখে ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া। এর আগে মিচেল মার্শের দল এই টি-টোয়েন্টি সিরিজে যথাক্রমে ৩ উইকেট, ৮ উইকেট, ৬ উইকেট ও ৩ উইকেটে জিতেছিল। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]