জুলাই মাসে ৩৫২টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে : এমএসএফ

আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৩:৪১:০২ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৩:৪১:০২ অপরাহ্ন
চলতি বছরের জুলাই মাসে ৩৫২টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। যা গত মাসের তুলনায় ১২টি কম। এ মাসে ধর্ষণের ঘটনা ৫৬টি, সংঘবদ্ধ ধর্ষণ ১৮টি, ধর্ষণ ও হত্যার ৭টি ঘটনা ঘটেছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৫ জন প্রতিবন্ধী কিশোরী।

মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রেরিত ‘মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদন জুলাই, ২০২৫–এ তথ্য তুলে ধরা হয়েছে। বিভিন্ন পত্রিকার তথ্য বিশ্লেষণ করে প্রতি মাসে এমএসএফ এই প্রতিবেদন তৈরি করে। আজ গণমাধ্যমে এ প্রতিবেদন পাঠায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিবেদনে বলা হয়, জুন মাসের একই ধারাবাহিকতায় নারী ও শিশু ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। নারীরা শিক্ষাঙ্গনে, বাসে, ট্রেনে, অটোবাইকে এমনকি নিজ ঘরেও ধর্ষণের শিকার হচ্ছেন। যা কখনই কাম্য হতে পারে না। দেশে আইন থাকা স্বত্বেও নারী ও শিশুদের প্রতি সহিংসতা একই ধারাবাহিকতায় ঘটে চলেছে। ফলে নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার জায়গাটি প্রকট আকার ধারণ করেছে।

প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে ধর্ষণের শিকার ৫৬ জনের মধ্যে ১৭ জন শিশু, ২৪ জন কিশোরী রয়েছে। অন্যদিকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৮ জন কিশোরী এবং ১০ জন নারী। এ ছাড়া ধর্ষণ ও হত্যার শিকার হয়েছেন ২ জন শিশু, ৩ জন কিশোরী ও ২ জন নারী। ধর্ষণের চেষ্টা ২২টি, যৌন হয়রানি ২৬টি, শারীরিক নির্যাতনের ৫৩টি ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, জুলাই মাসে ৩ জন শিশু, ১৭ জন কিশোরী ও ৩১ জন নারীসহ মোট ৫১ জন আত্মহত্যা করেছেন। এ মাসে অপহরণের শিকার হয়েছেন ১ জন শিশু, ৫ জন কিশোরী। অন্যদিকে ২ জন শিশু, ৩ জন কিশোরী ও ২ জন নারী নিখোঁজ রয়েছেন। জুলাই মাসে ১ জন শিশু, ৩ জন কিশোরী ও ৭ জন নারীর অস্বাভাবিক মৃত্যুসহ মোট ৯৪ জন শিশু, কিশোরী ও নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। যার মধ্যে ২৮ জন শিশু ও কিশোরী রয়েছেন।

এছাড়া এ মাসে ২টি শিশু ধর্ষণের চেষ্টার ঘটনা ও একটি ধর্ষণ চেষ্টার ঘটনা সমাজপতিরা আপোষ করেছেন, যা প্রচলিত আইনকে অবজ্ঞা করে বেআইনিভাবে সালিশের মাধ্যমে মীমাংসার সিদ্ধান্ত হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]