
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং গণঅভ্যুত্থান উদযাপন উপলক্ষ্যে নাটোরের লালপুরে পথসভা ও বিজয় মিছিল করেছে বিএনপি। শনিবার বিকেলে গোপালপুর বাজারে রিক্সা স্ট্যান্ড চত্বরে পথসভায় হাজার হাজার নেতা-কর্মী সমাবেত হয়।
পথসভা শেষে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর নেতৃত্বে বিজয় মিছিল বের হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে গোপালপুর বাজারের এসে মিছিলটি শেষ হয়।
পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আরিফ, গোপালপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম শাহীন, গোপালপুর পৌর যুবদলের আহ্বায়ক আবুল খায়ের একে, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির উদ্দিন বাবু প্রমুখ।
পথসভা শেষে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর নেতৃত্বে বিজয় মিছিল বের হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে গোপালপুর বাজারের এসে মিছিলটি শেষ হয়।
পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আরিফ, গোপালপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম শাহীন, গোপালপুর পৌর যুবদলের আহ্বায়ক আবুল খায়ের একে, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির উদ্দিন বাবু প্রমুখ।