বগুড়ায় 'তারুণ্যের উৎসব' উপলক্ষে গাক-এর বৃক্ষরোপণ কর্মসূচি পালন

আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ১০:৩৮:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ১০:৩৮:৫৯ অপরাহ্ন
বগুড়া দেশের শীর্ষস্থানীয় ও জাতীয় পর্যায়ের বে-সরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক), তাদের সমৃদ্ধি কর্মসূচির আওতায় 'তারুণ্যের উৎসব-২০২৫' উপলক্ষে বগুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।

৩ আগস্ট, বগুড়া জেলার গাবতলী ও সারিয়াকান্দি উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়। কর্মসূচির অংশ হিসেবে, সমৃদ্ধি প্রকল্পের আওতায় থাকা সুবিধাভোগীদের মধ্যে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। বিতরণকৃত চারাগুলোর মধ্যে কাঁঠাল এবং পেয়ারা গাছের চারা উল্লেখযোগ্য।

এছাড়া, পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দিতে দুটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাক-এর সহকারী পরিচালক মোঃ জিয়া উদ্দিন সরদার, যিনি এই কার্যক্রমের গুরুত্ব সম্পর্কে নানা দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ ইব্রাহিম আলী।

এসময় আরও উপস্থিত ছিলেন অপর প্রকল্প সমন্বয়কারী মোঃ সাদিকুল হাসান, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, প্রবীণ সদস্য, যুব প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, উপকারভোগী সদস্য, মিডিয়া কর্মী এবং তাদের অভিভাবকবৃন্দ। গাক কর্তৃপক্ষ আশা করছেন, এই ধরনের কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ফলজ বৃক্ষরোপণে সাধারণ মানুষকে উৎসাহিত করবে

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]