
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাটোরের লালপুর শ্রী সুন্দরী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান শিক্ষা বৃত্তি প্রদান ও প্রতিযোগীতার পুরুস্কার বিতরণ সহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে জুলাইয়ের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি হারুনুর রশিদ পাপ্পুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌশলী আব্দুল মজিদ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক খাজা শামীম ইলিয়াস, অভিভাবক প্রতিনিধি রবিউল ইসলাম রবি, শিক্ষক প্রতিনিধি আব্দুল বারী, শিক্ষক হাসিবুল ইসলাম, দীপেন্দ্র নাথ সাহা প্রমুখ।
সোমবার দুপুরে জুলাইয়ের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি হারুনুর রশিদ পাপ্পুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌশলী আব্দুল মজিদ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক খাজা শামীম ইলিয়াস, অভিভাবক প্রতিনিধি রবিউল ইসলাম রবি, শিক্ষক প্রতিনিধি আব্দুল বারী, শিক্ষক হাসিবুল ইসলাম, দীপেন্দ্র নাথ সাহা প্রমুখ।