কোনোভাবেই ফ্যাসিবাদ উত্থানের সুযোগ দেওয়া যাবে না: ড. মো. ফজলুল হক

আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৫:০২:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৫:০২:৫১ অপরাহ্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো. ফজলুল হক বলেছেন, ২৪ এর জুলাই বিপ্লবকে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলছি। এই দ্বিতীয় স্বাধীনতার মুল কাজ হলো কোনোভাবেই যেন ফ্যাসিবাদ ফিরে না আসে সেদিকে লক্ষ্য রাখা। ফ্যাসিবাদ উত্থানের সুযোগ দেওয়া হলে জুলাই বিপ্লব ব্যর্থ হয়ে যাবে। 

সোমবার (৪ আগস্ট) দুপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস স্মরণে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি আরো বলেন, কোটার যৌক্তিক সংস্কার নিয়ে শুরু হওয়া আন্দোলন সর্বশেষ এক দফায় রূপ নেয়। কোটা স্পষ্টত বৈষম্য সুতরাং কোটাসহ যে কোনো ধরণের বৈষম্য হতে দেওয়া যাবে না এই বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

জুলাই বিপ্লবের পক্ষ ছিল দুইটি, ফ্যাসিস্ট এবং এন্ট্রি ফ্যাসিস্ট আর কোনো পক্ষ ছিল না। কিন্তু এখন সবাই ক্রেডিট নিতে চাই জুলাই বিপ্লবের চাওয়া পাওয়া বাদ দিয়ে ক্ষমতায় যেতে চাই। এখনি সময় সবাইকে এসব ভুলে গিয়ে আবার এক হতে হবে। দেশ ও জাতির স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। 

জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মানে নির্বাচনের বিকল্প নেই। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অবশ্যই দরকার। তবে আমরা ঐক্য ধরে রাখতে পারছি না, নির্বাচন যত বিলম্ব হবে তত বেশি বিভাজন তৈরি হবে। 

এসময় তিনি পাঠ্য পুস্তক ও কারিকুলামে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

এনবিআরইউ'র ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. আনসার উদ্দিনের সভাপতিত্বে আলোচক হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এনবিআরইউ-এর নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, এনবিআরইউ-এর সামাজিক বিজ্ঞান অনুষদ ডিন প্রফেসর ড. মকসুদুর রহমান, এনবিআরইউ-এর রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]