বাঘায় যমুনা ব্যাংকের পক্ষ থেকে বৃক্ষ রোপন কর্মসূচী পালন

আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ০৪:৩৪:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ০৪:৩৪:১৫ অপরাহ্ন
তারুণ্যের উৎসব ২০২৫" উপলক্ষে রাজশাহীর বাঘায়  বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। 

যমুনা ব্যাংকের আয়োজনে বুধবার (৬ আগষ্ট) সকাল ১০টায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও বিদ্যালয় প্রাঙ্গনে  ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচি পালিত হয়। 

বৃক্ষ রোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন,  যমুনা  ব্যাংক বাঘা ( চারঘাট উপশাখা)'র  এক্সিকিউটিভ অফিসার মাজাহারুল ইসলাম, ফাষ্ট অফিসার নাজমুচ  শাকিব, ফাষ্ট অফিসার আবু হেনা মোস্তফা কামালসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের  কর্মকর্তা কর্মচারী ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। 

এ সময় কর্মকর্তারা বলেন, পরিবেশ সচেতনতা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরতেই যমুনা ব্যাংকের পক্ষ থেকে এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারুণ্যের শক্তিকে উদযাপন করার পাশাপাশি এই উৎসবের মাধ্যমে কর্মীদের মাঝে টেকসই উন্নয়ন ও পরিবেশবান্ধব চিন্তাধারার বার্তা ছড়িয়ে দেওয়ায়  হচ্ছে। প্রতিটি তরুণের মধ্যে একটি বৃক্ষের মতো সম্ভাবনা লুকিয়ে থাকে। সেই সম্ভাবনার পরিচর্যা করলেই একটি সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]