হৃতিক আর জুনিয়র NTR-এর, বাজার কাঁপাবে 'ওয়ার ২'র 'জনাবে আলি' গান

আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৩:১৬:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৩:১৬:১৭ অপরাহ্ন
ছবির মুক্তির আগে শুধু একটি গানের ঝলক। তাও আবার গোটা গানের ভিডিও নয়, শুধু টিজার। কিন্তু তা সত্ত্বেও উত্তেজনা তুঙ্গে। যশরাজ ফিল্মসের (YRF) বহুল প্রতীক্ষিত স্পাই থ্রিলার 'ওয়ার ২'-এর গান ‘জনাব-এ-আলি’-র টিজার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই দর্শকদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে। কারণ একটাই—এই গানে এক ফ্রেমে মুখোমুখি হয়েছেন বলিউডের গ্রিক গড হৃতিক রোশন এবং দক্ষিণের ফায়ারস্টার জুনিয়র এনটিআর। আর তাঁদের ডান্স ফেস-অফ দেখে দর্শকরা বলছেন, 'এটাই হল আসল ওয়ার!'

‘জানাব-এ-আলি’ গানটি এমনভাবে তৈরি হয়েছে, যেখানে দু’জন সুপারস্টারের থেকে চোখ ফেরানো মুশকিল। বলিউডে ‘জয় জয় শিবশঙ্কর’-এর পর ফের হৃতিকের দুরন্ত নাচের কামব্যাক। আর তার মোকাবিলায় রয়েছেন এনটিআর—যিনি নিজের আগুনে এনার্জির জন্য জনপ্রিয়। এই গানের কোরিওগ্রাফি করেছেন বস্কো মার্টিস। সুরকার প্রীতম, গীতিকার অমিতাভ ভট্টাচার্য। গেয়েছেন সচেত টন্ডন এবং সাজ ভাট।

চোখ ধাঁধানো কোরিওগ্রাফি, তালে-তালে গতিময় স্টেপ আর ক্যামেরার সামনে জমজমাট কেমিস্ট্রি—সব মিলিয়ে এই গান ইতিমধ্যেই বলিউডে এক নতুন 'ডান্স মোমেন্ট' তৈরি করেছে।

সম্পূর্ণ গানটি শুধুমাত্র সিনেমা হলে দেখা যাবে, কারণ নির্মাতারা এই ছবির প্রচারে ‘লেস ইজ মোর’ কৌশল বেছে নিয়েছেন। তাতেও দমেনি ভক্তদের উত্তেজনা। একজন ভক্ত যেমন লিখেছেন, “এই ওয়ার তো এখনই অনেক বেশি ইনটেন্স হয়ে যাচ্ছে।” আরেকজন বলছেন, “NTR marches his moves, actually!”

টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব—সব জায়গাতেই এখন আগুন, গুজবাম্পস আর উন্মাদনার ঝড়। বহুজন ইতিমধ্যেই এটিকে “ডান্স অফ দ্য ইয়ার” বলে স্বীকৃতি দিয়েছেন।

‘ওয়ার ২’ পরিচালনা করছেন আয়ান মুখার্জি। এটি YRF-এর স্পাই ইউনিভার্সের একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এই ছবিতে ফের দেখা যাবে হৃতিক রোশনকে এজেন্ট কবীর চরিত্রে। জুনিয়র এনটিআরের এটি হিন্দি সিনেমায় ডেবিউ। পাশাপাশি রয়েছেন কিয়ারা আডবানি—একজন সেনা অফিসারের চরিত্রে, যিনি হৃতিকের প্রেমিকাও। ছবিটি মুক্তি পাবে আগামী ১৪ অগস্ট, হিন্দি, তামিল এবং তেলুগুতে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]