রাজশাহীতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা

আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৬:১৭:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৬:১৭:৫১ অপরাহ্ন
রাজশাহীতে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন সংস্থার ৯টি নির্মাণ কাজের উদ্বোধন ও ৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাাপন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

শনিবার (৯ আগস্ট) সকালে রাজশাহী সার্কিট হাউসে ভার্চুয়ালি এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

ভিত্তিপ্রস্তর স্থাপন করা প্রকল্পগুলো হচ্ছে রাজশাহী দূর্গাপুরে কালীগঞ্জ ও মোহনপুরে বীরকুৎসা হাটে দুইতলা গ্রামীণ হাট ভবন, বাগমারা উপজেলার একডালা ভ‚মি অফিস এবং তানোরে কাশেম বাজার হতে বায়া রাস্তার প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ। অন্যদিকে মোহনপুরে ধোরসা, বাঘার চক ছাতারী ও গোদাগাড়ীর সোনাদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, নগরীর লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা নবনির্মিত ভবন, নগরীর হড়গ্রাম নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দুইতলা ভবন, চারঘাটে নিমপাড়া-হাবিবপুর খালের পলি অপসারণ কাজ, পবায় হরিপুর হাটের নবনির্মিত দুইতলা মার্কেট ভবন, গোদাগাড়ী ৭২ মিটার দীর্ঘ পাস্তাপাড়া-কদমশহর ভাগাইল ব্রিজ নির্মাণ কাজ এবং রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ’র উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে উপদেষ্টা দোয়ায় অংশ নেন।

১৩টি নির্মাণকাজের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের অধীন ১টি এবং অবশিষ্ট ১২টি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকল্প।

রাজশাহী বিভাগীয় প্রশাসনের আয়োজনে এ উদ্বোধন অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ মিয়া, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার ফারজানা ইসলাম, রাজশাহী এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম-সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা- কর্মচারী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]