প্রস্টেট ক্যানসারে আক্রান্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০২:০৮:১১ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০২:০৮:১১ অপরাহ্ন
আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যানসারে আক্রান্ত। গত শুক্রবার শারীরিক পরীক্ষার পর তাঁর মূত্রাশয়ে ক্যানসার ধরা পড়ে। রোগ অত্যন্ত ‘আক্রমণাত্মক’ পর্যায়ে রয়েছে বলেও জানিয়েছেন চিকিৎসকেরা। রবিবার (স্থানীয় সময়) একটি বিবৃতি জারি করে এ কথা জানিয়েছে বাইডেনের দফতর। শুরু হয়েছে চিকিৎসা।

আমেরিকার ৮২ বছর বয়সি ডেমোক্র্যাট নেতা বাইডেন ২০২১ সালের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে বসেছিলেন। হারিয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই। চলতি বছরের জানুয়ারি পর্যন্ত খাতায়কলমে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন বাইডেন। যদিও ট্রাম্পের ক্ষমতায় ফেরা নিশ্চিত হয়ে গিয়েছিল তার আগেই। বাইডেনের দফতর বিবৃতিতে জানিয়েছে, গত কয়েক দিন ধরে প্রস্রাবের সমস্যা হচ্ছিল প্রাক্তন প্রেসিডেন্টের। চিকিৎসকেরা নির্দিষ্ট পরীক্ষানিরীক্ষা করে প্রস্টেট ক্যানসার সম্পর্কে নিশ্চিত হন। মূত্রাশয় থেকে ক্যানসার ছড়িয়ে গিয়েছে হাড় পর্যন্ত। বাইডেনের পরিবার চিকিৎসকদের সঙ্গে আলোচনা চালাচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘রোগ অত্যন্ত আক্রমণাত্মক পর্যায়ে রয়েছে। তবে এই ক্যানসার হরমোন-সংবেদনশীল। ফলে চিকিৎসার সুযোগ রয়েছে।

আরও পড়ুন:
test
কাশ্মীরে সেনা-সিআরপিএফের হাতে গ্রেফতার জঙ্গিদের দুই সহযোগী! মিলল প্রচুর অস্ত্রশস্ত্রও
test
পাকিস্তানকে ১১টি শর্ত দিল আন্তর্জাতিক অর্থভান্ডার! ঋণের পরবর্তী কিস্তির টাকা পেতে কী কী করতে হবে ইসলামাবাদকে
ক্যানসার ছড়িয়ে পড়তে শুরু করলে তা ‘স্টেজ ৪’ বা রোগের চতুর্থ পর্যায় হিসাবে ধরা হয়। তবে প্রস্টেট ক্যানসার সাধারণত আরও আগেই চিহ্নিত করা যায় এবং সেই অনুযায়ী চিকিৎসা শুরু করা হয়। প্রাথমিক পর্যায় থেকে চিকিৎসা শুরু হলে প্রস্টেট ক্যানসার সম্পূর্ণ নির্মূল করাও সম্ভব বলে মত চিকিৎসকদের একাংশের। সংবাদ সংস্থা রয়টার্স ‘সেন্টার্‌স ফর ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেশন’-এর তথ্য উল্লেখ করে জানিয়েছে ২০২১ সালে ২.৩০ লক্ষ মানুষ প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। ৭০ শতাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে, মূত্রাশয়ের বাইরে ক্যানসার ছড়ানোর আগেই রোগ ধরা পড়েছে। বাইডেনের ক্যানসার যে পর্যায়ে ধরা পড়ল, ২০২১ সালে মাত্র আট শতাংশ ক্ষেত্রে তা হয়েছে।

প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে বাইডেনের শারীরিক পরিস্থিতি, মানসিক স্বাস্থ্য নিয়ে বার বার প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। ২০২৪ সালের নভেম্বরের ভোটেও তাঁরই ডেমোক্র্যাটে প্রার্থী হওয়ার কথা ছিল। কিন্তু তিনি জয়ী হলে আরও চার বছর প্রেসিডেন্টের দায়িত্ব সামলাতে পারবেন কি না, সেই প্রশ্ন উঠতে শুরু করে। রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের সঙ্গে মুখোমুখি তর্কের মঞ্চেও বাইডেনের ‘অস্বাভাবিক’ আচরণ ছিল আলোচনার কেন্দ্রে। প্রকাশ্যেই ট্রাম্প তাঁকে কটাক্ষ করেছিলেন। পরে শেষ মুহূর্তে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ান বাইডেন। তাঁর পরিবর্তে ডেমোক্র্যাট প্রার্থী হন তাঁরই ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। কিন্তু রিপাবলিকানেরাই শেষ হাসি হেসেছেন। বিপুল ভোটে জিতে ক্ষমতায় ফিরেছেন ট্রাম্প।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]