
রাজশাহীতে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় মূলহোতা মোঃ রাব্বি মন্ডলকে (১৮) গ্রেফতার করেছে র্যাব। একইসাথে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়।
রোববার (১০ আগস্ট) ভোর সোয়া ৫টায় চারঘাট থানাধীন ইউসূফপুর সিপাইপাড়া হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রাব্বি মন্ডল পাবনা জেলার সুজানগর থানার মহব্বতপুর গ্রামের মসলেম উদ্দিনের ছেলে।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ভিকটিম পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ সাহিদা জালিল গার্লস স্কুলের ৯ম শ্রেণীর ছাত্রী। স্কুলে যাতায়াতের পথে রাব্বি মন্ডল তাকে নিয়মিত উত্যক্ত করত এবং বিয়ের প্রস্তাব দিত। এই বিষয়টি রাব্বির পরিবারকে জানানো হলে সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মেয়েটিকে ক্ষতির হুমকি দেয়। গত ১৪ জুলাই ২০২৫ সকাল আনুমানিক ১০টার দিকে ভিকটিমকে স্কুলের সামনে থেকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে নিয়ে যায় রাব্বিসহ তার সহযোগীরা। এই ঘটনায় ভিকটিমের মা পাবনার সুজানগর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
রোববার (১০ আগস্ট) ভোর সোয়া ৫টায় চারঘাট থানাধীন ইউসূফপুর সিপাইপাড়া হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রাব্বি মন্ডল পাবনা জেলার সুজানগর থানার মহব্বতপুর গ্রামের মসলেম উদ্দিনের ছেলে।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ভিকটিম পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ সাহিদা জালিল গার্লস স্কুলের ৯ম শ্রেণীর ছাত্রী। স্কুলে যাতায়াতের পথে রাব্বি মন্ডল তাকে নিয়মিত উত্যক্ত করত এবং বিয়ের প্রস্তাব দিত। এই বিষয়টি রাব্বির পরিবারকে জানানো হলে সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মেয়েটিকে ক্ষতির হুমকি দেয়। গত ১৪ জুলাই ২০২৫ সকাল আনুমানিক ১০টার দিকে ভিকটিমকে স্কুলের সামনে থেকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে নিয়ে যায় রাব্বিসহ তার সহযোগীরা। এই ঘটনায় ভিকটিমের মা পাবনার সুজানগর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।