নগরীতে বৈদ্যুতিক তার চুরির অভিযোগে ২জন গ্রেফতার

আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৬:৩১:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৬:৩১:২০ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে বৈদ্যুতিক তার চুরি ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে রাজপাড়া থানা পুলিশ। 

সোমবার (১১ আগস্ট) রাতে মতিহার থানার বিনোদপুরের খোকন আয়রন স্টোর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো: পল্লব (২৪) ও মো: বদর উদ্দিন (৬২)। পল্লব রাজশাহী মহানগরীর মতিহার থানার ধরমপুর গ্রামের আ: শুকুর আলীর ছেলে এবং বদর উদ্দিন একই এলাকার মৃত আব্দুল শেখ এর ছেলে। 

মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রফিকুল আলম।


তিনি জানান, সম্প্রতি মহানগরীর বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার চুরির ঘটনায় রাজপাড়া থানায় একটি মামলা দায়ের হয়। গোপন সংবাদের ভিত্তিতে  সোমবার রাতে মতিহার থানার বিনোদপুরের খোকন আয়রন স্টোর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে প্লাস্টিক কভারসহ ৪ ফুট লম্বা ৪টি চোরাই তামার তার উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে জানা যায়, পল্লব সুযোগ বুঝে বাসাবাড়ি, দোকান, হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল চুরি করে এবং বদর উদ্দিন এসব চোরাই মাল বিক্রি করে থাকে। 

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]