বাগবাড়ী জিয়াবাড়ীতে কোকো'র ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৬:৫৭:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৬:৫৭:১৬ অপরাহ্ন
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকো'র ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার গাবতলীতে আলোচনা সভা, দোয়া মাহফিল, আর্থিক অনুদান প্রদান ও খাবার বিতরন করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ যুক্তরাজ্য এর আয়োজনে গাবতলী নশিপুরের বাগবাড়ী জিয়াবাড়ীতে এ অনুষ্ঠার অনুষ্ঠিত হয়।

বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু'র সভাপতিত্বে মরহুম আরাফাত রহমান কোকো'র জীবনী নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ রেজাউল করিম বাদশা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির‌ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন, সহ-সভাপতি এমআর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির উপদেষ্টা ও ড্যাব বগুড়া জেলা কমিটির সাবেক সভাপতি ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম। জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং নশিপুর ইউপির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন তালুকদার রোকন ও গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু'র সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন এ্যাব-এর বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম, জেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, নশিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আঞ্জু মন্ডল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম পোটল।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা মাহফুজার রহমান ফারুক, সাবেক অধ্যক্ষ ফজলার রহমান, জিয়াউর রহমান টুটুল তালুকদার, মতিয়ার রহমান, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহারুফ সম্রাট, আনোয়ার হোসেন, যুবদল নেতা ইউনুছ আলী গেদা, আপেল মাহমুদ, রফিকুল ইসলাম নান্টু, আশরাফুল হুদা টপি, বেলাল হোসেন, মোস্তাফিজার রহমান মোস্তা, খোরশেদ আলম, সবুজ মিয়া, সুমন মিয়া, জিল্লুর রহমান, রানু আহম্মেদ, সনি আহমেদ, হোসেন আলী, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, ছাত্রদল নেতা আয়নাল হক, মাহমুদুল হাসান মোহন, মোহতাছিন বিল্লা মুন, মিনহাজুল ইসলাম মিনহাজ, মেহেদী হাসান, তোহা হোসেন, স্বেচ্ছাসেবকদল নেতা জিন্নাত আলী, দৌলত হোসেন দিপু, সঞ্জু মিয়া, শ্রমিকদল নেতা রফিকুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

এরপর অতিথিবৃন্দ গাবতলী উপজেলার ১৭টি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় নগদ ৩ লক্ষ ৩০ হাজার টাকা এবং এতিম ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়। শেষে বাদ জোহর বাগবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদে দেশ-জাতি ও আরাফাত রহমান কোকো'র রুহের মাগফিরাত কামনা সহ জিয়া পরিবারের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]