গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও দোয়া অনুষ্ঠিত

আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ০৬:১৮:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ০৬:১৮:০৯ অপরাহ্ন
রাজশাহী নগরীতে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলা কেটে নৃশংস্য ভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ ও অনুষ্ঠিত হয়েছে। 

রাজশাহী রিপোর্টার্স ইউনিটি (আর.আর.ইউ) ও রিভার সিটি প্রেসক্লাব, রাজশাহীর আয়োজনে এই প্রতিবাদে মানববন্ধন ও আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। 

সমাবেশে সাংবাদিকরা দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে এই হত্যাকাণ্ডের বিচার এবং সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানিয়েছেন।

শুক্রবার বিকাল ৩টায় নগরীর মতিহার থানার অক্ট্রয় মোড়ে অবস্থিত রাজশাহী রিপোর্টার্স ইউনিটি (আর.আর.ইউ) ও রিভার সিটি প্রেসক্লাব, রাজশাহীর প্রধান কার্যালয়ের সামনে  এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

সাংবাদিক নির্যাতন, হামলা, মিথ্যা মামলা ও হয়রানি প্রতিরোধে সকল সাংবাদিক সংগঠনকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।

এদিন যোহর বাদ প্রেসক্লাবে আলোচনা সভা ও নিহত সাংবাদিক তুহিনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও তাবারক বিতরণ করা হয়।

রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগণী নীরোর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা জামানের (প্রকাশক ও সম্পাদক সাপ্তাহিক বাংলার বিবেক)  সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, রিভার সিটি প্রেসক্লাব, রাজশাহীর সভাপতি, এ্যাড. নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক, মাসুদ রানা রাব্বানী, নির্বাহী সম্পাদক: সাপ্তাহিক বাংলার বিবেক, স্টাফ রিপোর্টার: দৈনিক খোলা কাগজ ও দৈনিক বার্তা), যুগ্ন সাধারণ সম্পাদক- মোঃ মিজানুর রহমান (সাপ্তাহিক বাংলার বিবেক), আরআরইউ, সাংগঠনিক সাম্পাদক-মোঃ জুবায়ের আলম রাজন (স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সমাচার), সাংবাদিক মাসুদ আলী পুলক (সাংগঠনিক সাম্পাদক, রিভার সিটি প্রেসক্লাব), যুগ্ন সাধারণ সম্পাদক- রিভার সিটি প্রেসক্লাব, তাহসীনুল আমিন রাহী, প্রচার সম্পাদক, মোঃ পারভেজ ইসলাম, মোঃ জুয়েল আহমেদ, মোঃ মুন্না, মোঃ জামিল ফারুক বাদশা, আবির শেখ (ক্রিড়া সম্পাদক), ফেরদৌস ওয়াহিদ সুমন, মোঃ আকতারুজ্জামান বাবুল, মোঃ রঞ্জু ইসলাম, শাহীন আলী, তানভীর মাহমুদ মিলন, মতিউর রহমান, শেখ মোঃ রোমেল, হারুন-অর রশিদ, মোঃ তন্ময় আকতার, মামুনুর রহমান কাচু, মোঃ রুবেল ইসলাম, কাজী আব্দুল হালিম, মোঃ কবির হোসেন, রাকিবুল ইসলাম, মোঃ রকিব আলম, মোঃ মিজানুর রহমান, মোঃ সোহেল রানা, রাজশাহী ব্যুরো: দৈনিক ঘোষনা (সহ-সভাপতি-রিভার সিটি প্রেসক্লাব), অর্থ সম্পাদক- মোঃ আশরাফুল ইসলাম রাহিদ, দপ্তর সম্পাদক- মোঃ ইব্রাহীম হোসেন সম্রাট (কন্ট্রিবিউটিং রিপোর্টার: দৈনিক জনকন্ঠ),  প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মোজাম্মেল হক রনি ( স্টাফ রিপোর্টার: দক্ষিণের ক্রাইম), ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক-মোঃ বিপুল হাসান (স্টাফ রিপোর্টার: দৈনিক নববানী), নির্বাহী সদস্য মোঃ পারভেজ ইসলাম (স্টার্ফ রিপোর্টার: দৈনিক উত্তরকোণ), মোঃ শাহানুর আলম বাবু (স্টাফ রিপোর্টার: দৈনিক সারাবেলা) মোঃ আতিকুর রহমান আশা (স্টাফ রিপোর্টার: দৈনিক আমার দেশ), (স্টাফ রিপোর্টার: সাপ্তাহিক বাংলার বিবেক), মোঃ আকতারুজ্জামান বাবুল  প্রমুখ।

সমাবেশে সাংবাদিকরা দ্রæত ট্রাইব্যুনাল গঠন করে এই হত্যাকাণ্ডের বিচার এবং সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানিয়েছেন।

পাশাপাশি সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে। অন্যান্য সকল আসামীদের গ্রেফতার করে দ্রুত বিচারকার্য সম্পন্ন করে ফাঁসির দাবি জানান।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]