চাকরি দেওয়ার নামে প্রতারণা: নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেপ্তার

আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৭:০৩:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৭:০৩:১৫ অপরাহ্ন
নোয়াখালীর বেগমগঞ্জ থেকে এক ভুয়া র‍্যাবকে গ্রেপ্তার করেছে র‍্যাব আটক-১১। এ সময় নগদ ১ লক্ষ ১২ হাজার ৪শত টাকা, ভুয়া আইডি কার্ড, ও বিভিন্ন জালিয়াতি করা ভুয়া সার্টিফিকেট জব্দ করা হয়।
 
শনিবার (১৬ আগস্ট) দুপুরের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু। এর আগে, গতকাল শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার চৌমুহনী রোডের হেলথ কেয়ার ডায়গনস্টিক সেন্টার এলাকা থেকে তাকে আটক করা হয়।  
গ্রেপ্তার মো.ইয়াসিন হোসেন (২৫) সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর গ্রামের হাজী আব্দুল মুন্সী নতুন বাড়ির মৃত ইউসুফের ছেলে।  

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আরিফ হোসেন (২১) নামে এক শিক্ষার্থীকে চাকরি দেওয়ার নাম করে আরিফ হোসেন ১লক্ষ ৫০ হাজার টাকা দাবি করে। পরে আরিফ নিজেকে র‍্যাব সদস্য পরিচয় দিয়ে ওই ছাত্রকে জানান তিনি ঢাকায় কর্মরত আছেন। মোবাইলে র‍্যাবের পোশাক পরিহিত ছবি প্রদর্শন করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সহকারী কাস্টম পদে নিয়োগ দিতে পারবেন। এভাবে প্রলোভন দেখিয়ে দুই ধাপে তার খালাতো ভাই মিরাজসহ ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা চৌমুহনী রোডের হেলথ কেয়ার ডায়গনস্টিক সেন্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।  

 র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু আরও বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। উদ্ধারকৃত মালামালসহ আসামিকে হস্তান্তর করা হয়েছে।  

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]