পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি- জয়পুরহাটে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি পালন

আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ১০:৩৮:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ১০:৩৮:৩৬ অপরাহ্ন
"পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান বৃক্ষ রোপণের অংশ হিসাবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জয়পুরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার সকাল ১০ টায় আনুষ্ঠানিক ভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জের, রেঞ্জ কমান্ডার আশীষ কুমার ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার সম্মানিত জেলা প্রশাসক মোছাঃ আফরোজা আক্তার চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আনসার-ভিডিপি'র জয়পুরহাট জেলা কমান্ড্যান্ট মোঃ সোহাগ পারভেজ।

এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপির রাজশাহী রেঞ্জ পরিচালক ড. লুৎফর রহমান। প্রধান অতিথি আশীষ কুমার ভট্টাচার্য তাঁর বক্তব্যে বলেন, "বৃক্ষ আমাদের পরম উপকারী। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।" তিনি আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করেন এবং গাছের পরিচর্যার বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, "দেশের পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিকের বৃক্ষ রোপণে অংশ গ্রহণ করা প্রয়োজন।

আনসার ভিডিপির সদস্যরা তাঁদের নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন।"অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোছা. আফরোজা আক্তার চৌধুরী। তিনি বলেন, “সবুজায়নের মাধ্যমে জলবায়ু সহনশীল একটি বাংলাদেশ গড়ে তুলতে হলে পরিকল্পিত বনায়নের কোনো বিকল্প নেই। সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতন অংশ গ্রহণ প্রয়োজন।”উল্লেখ্য, এ সময় চলমান ভিডিপি এডভান্স ট্রেনিং কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন রেঞ্জ কমান্ডার। তিনি সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বাস্তবধর্মী পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠান শেষে আনসার ভিডিপি কার্যালয় চত্বরে একাধিক বৃক্ষ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির সফল সমাপ্তি ঘটে। এ সময় সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মিজানুর রহমান, সার্কেল এডজুটেন্ট রেদোয়ান আহমেদ, আনসার ভিডিপির উর্ধতন কর্মকর্তা, কর্মচারী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষক, প্রশিক্ষিকা, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, সাধারণ সদস্য, প্রশিক্ষনার্থী সদস্য ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]