রি-জেন প্রজেক্ট এর অবহিতকরণ সভা

আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৭:০২:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০৭:০২:১৮ অপরাহ্ন
আজ (১৭ই আগস্ট, ২০২৫) রাজশাহী সিটি কর্পোরেশনের সরিত দত্ত গুপ্ত কনফারেন্স রুমে সকাল ১১.০০ঘটিকায় রি-জেন প্রজেক্ট এর অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।

সভাটিতে প্রায় ৫০ জনেরও বেশি মানুষ অংশগ্রহন করেন। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃরেজাউল করিম, (সিইও)রাজশাহী সিটি কর্পোরেশন। উপস্থিত ছিলেন শেখ মোঃ মামুন, (সিসিও), প্রধান গবেষণা কর্মকর্তা জনাব মোঃ মাহাবুবুর রহমান।

এছাড়া ডাসকো ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, ডিরেক্টর ( গভার্নেস & হিউম্যান রাইটস) প্রজেক্ট ফোকাল- মদন দাস। আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর এর সম্মানিত উপ- পরিচালক জনাব মোসাঃতাসমিনা খাতুন, বিভিন্ন এনজিও এর কর্মকর্তাবৃন্দ, সি ডি সি এর সম্মানিত
সভাপতিবৃন্দ, ছাত্র সমন্বয়ক জনাব মোঃ সোহাগ সরদার। বিশিষ্টজনেরা এ অভিমত ব্যক্ত করেন যে, ক্লাইমেট ব্রীজ ফান্ড ও ডাসকো ফাউন্ডেশন এর মাধ্যমে যে প্রকল্পটি বাস্তবায়ন হতে যাচ্ছে তা এই সিটি কর্পোরেশন এর জলবায়ু অভিবাসী এবং নিম্ন আয়ের বসতিতে একটি গুরুত্বপুর্ণ প্রভাব ফেলবে।

প্রাথমিকভাবে ৩টি ওয়ার্ডের ৩টি বসতিতে এই প্রজেক্টটি বাস্তবায়ন হবে । ওয়ার্ড তিনটি হলো ৫,২১ ও ২৮। এখানে বসবাসরত ৩০৭৩ জন মানুষ সেবার আওতায় আসবে। স্বাগত বক্তব্য রাখেন প্রধান গবেষ্না কর্মকর্তা জনাব মাহবুবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে মোঃ রেজাউল করিম বলেন-“রি-জেন প্রজেক্টে যেসব কাজ হবে যেমন- টয়লেট, সাবমারসিবল পাম্প, বাড়ি-ঘড় পুনঃনির্মান ইত্যাদি যে কাজ গুলো হবে তা যেন মানসম্পন্ন হয়, জনমানুষের দীর্ঘদিন ব্যবহার উপযোগী হয়। এছাড়াও তিনি বলেন- অন্যান্য এনজিও এর সাথে কোলাবরেশন করে যাতে আমারা কাজ করি।তাহলে বেশি সংখ্যক মানুষ সুবিধার আওতায় আসবেন।“ পরিবেশ অধিদপ্তর এর সম্মানিত উপ-পরিচালক জনাব মোসাঃতাসমিনা খাতুন বলেন-“রি-জেন প্রজেক্টটি জলবায়ু অভিবাসীদের নিয়ে যে কাজ করবে সেটিও পরিবেশ এর অন্তর্গত। যদি প্রকল্প কর্মকর্তারা যোগাযোগ করেন তিনিও তার যায়গা থেকে সর্বাত্মক সহযোগীতা করবেন।

উলেক্ষ্য যে, ব্র্যাকের ক্লাইমেট ব্রীজ ফান্ড দেশের ৩টি সিটি কর্পোরেশন ও ২টি পৌরসভায় জলবায়ু অভিবাসীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই লক্ষিত জনগোষ্ঠির জলবায়ু জনিত ক্ষতি মোকাবিলার সক্ষমতা বৃদ্ধিই সিবিএফ ফান্ডেড প্রকল্পগুলি মূল লক্ষ্য।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]