
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরে সোমবার (১৮ আগস্ট ২০২৫) বিকেলে ২০২৩ সালের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে ৪০ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, সম্মাননাপত্র ও সম্মানী প্রদান করা হয়।
প্রধান অতিথি আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী নয়, একটি পরিবার, এবং এর সন্তানদের মেধা ও যোগ্যতায় এগিয়ে যাওয়া গর্বের বিষয়। তিনি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, ভাষাজ্ঞান বৃদ্ধি, দক্ষতা অর্জন এবং নৈতিক শিক্ষার উপর গুরুত্ব দিয়ে সৎ পথে অটল থাকার পরামর্শ দেন। তিনি আরও বলেন, ইচ্ছাশক্তি ও অধ্যবসায়ের মাধ্যমে যেকোনো প্রতিষ্ঠান থেকে ভালো ফলাফল সম্ভব। ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ২ জন এবং এসএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ৩৮ জনসহ মোট ৪০ জন পুলিশ ও সিভিল স্টাফদের সন্তান এই মেধাবৃত্তি পেয়েছেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের অভিভাবকরাও এই আয়োজনে অংশ নেন। বাংলাদেশ পুলিশ প্রতি বছর এই মেধাবৃত্তি প্রদান করে কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করে।