
চট্টগ্রামে পৃথক অভিযানে হত্যাচেষ্টা ও যৌতুক মামলার সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭।
রবিবার (১৭ আগস্ট) চট্টগ্রাম মহানগরীর বায়েজীদ ও ডবলমুরিং থানা এলাকায় এই অভিযান দুটি পরিচালনা করা হয়।
সোমবার বিকালে র্যাব-৭, চট্টগ্রামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, রাঙ্গামাটি জেলার রাজস্থলী থানার একটি হত্যাচেষ্টা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আজগর (৪৫) বায়েজীদ বোস্তামী থানা এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল রবিবার দুপুর ২টা ২০ মিনিটে বায়েজিদ বোস্তামী থানার মধ্যম শহীদ নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার আজগরের বাবার নাম আব্দুর রাজ্জাক এবং তিনি রাজস্থলী থানার হাজীপাড়ার বাসিন্দা।
অন্য একটি অভিযানে, চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার একটি যৌতুক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ জাহাঙ্গীর আলমকে (৪৫) গ্রেফতার করা হয়।
র্যাব গোপন সূত্রে জানতে পারে, জাহাঙ্গীর চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে রবিবার সন্ধ্যা ৬টার দিকে ডবলমুরিং থানার মাজার গেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাহাঙ্গীরের বাবার নাম ফজলুল হক এবং তিনি হাজীগঞ্জ থানার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
গ্রেফতারকৃত উভয় আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) চট্টগ্রাম মহানগরীর বায়েজীদ ও ডবলমুরিং থানা এলাকায় এই অভিযান দুটি পরিচালনা করা হয়।
সোমবার বিকালে র্যাব-৭, চট্টগ্রামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, রাঙ্গামাটি জেলার রাজস্থলী থানার একটি হত্যাচেষ্টা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আজগর (৪৫) বায়েজীদ বোস্তামী থানা এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল রবিবার দুপুর ২টা ২০ মিনিটে বায়েজিদ বোস্তামী থানার মধ্যম শহীদ নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার আজগরের বাবার নাম আব্দুর রাজ্জাক এবং তিনি রাজস্থলী থানার হাজীপাড়ার বাসিন্দা।
অন্য একটি অভিযানে, চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার একটি যৌতুক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ জাহাঙ্গীর আলমকে (৪৫) গ্রেফতার করা হয়।
র্যাব গোপন সূত্রে জানতে পারে, জাহাঙ্গীর চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে রবিবার সন্ধ্যা ৬টার দিকে ডবলমুরিং থানার মাজার গেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাহাঙ্গীরের বাবার নাম ফজলুল হক এবং তিনি হাজীগঞ্জ থানার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
গ্রেফতারকৃত উভয় আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।