রাজশাহী নগরীতে জাল নোট-সহ যুবক গ্রেফতার

আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০৬:১৬:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০৬:১৬:৪২ অপরাহ্ন
রাজশাহী নগরীতে জাল নোট-সহ প্রতারক চক্রের মূলহোতা শহিদুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব। 

মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকা তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫হাজার টাকার জাল নোট, ৯ হাজার টাকা নগদ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। 

গ্রেফতার শহিদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হাটবাকইল গ্রামের বাসিন্দা।

বুধবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

র‌্যাব জানায়, গ্রেফতার শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে একটি আন্তর্জাতিক চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত থেকে জাল টাকা তৈরি ও বাজারজাত করে আসছিলেন। তার বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]