নিজের নামেই মেয়ের নাম রাখবেন কিয়ারা!

আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০৬:১০:১২ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০৬:১০:১২ অপরাহ্ন
বলিউডের জনপ্রিয় জুটি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডভানি সদ্য বাবা-মা হয়েছেন। গত ১৫ জুলাই মুম্বাইয়ের রিলায়েন্স হাসপাতালে তাঁদের কোলজুড়ে আসে এক ফুটফুটে কন্যাসন্তান। যদিও তাঁরা এখনও মেয়ের নাম বা ছবি প্রকাশ করেননি, তবে কিয়ারা এর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তিনি তাঁর মেয়ের নাম ‘কিয়ারা’ রাখতে চান।

একটি পুরনো সাক্ষাৎকারে কিয়ারা জানান, তাঁর আসল নাম আলিয়া আডভানি। কিন্তু আলিয়া ভাটের সঙ্গে নামের বিভ্রান্তি এড়াতে তিনি নিজের নাম পরিবর্তন করেন। তিনি প্রিয়াঙ্কা চোপড়া ও রণবীর কাপুরের ছবি ‘আনজানা আনজানি’-তে কিয়ারা নামটি শুনেছিলেন এবং তখনই নামটি তাঁর খুব ভাল লেগে যায়। তিনি বলেন, “আমি ভেবেছিলাম, কী সুন্দর নাম! আমার যদি মেয়ে হয়, তার নাম কিয়ারা রাখব। কিন্তু তার আগে আমার নিজের জন্যই একটি নামের দরকার ছিল, তাই আমি এই নামটি ব্যবহার করা শুরু করি।”

কিয়ারা বলেন, “২০১৪ সালে যখন আমি বলিউডে পা রাখি, তখন থেকেই আমার নাম কিয়ারা। আমি দর্শককে আলিয়া ভাটের সঙ্গে বিভ্রান্ত করতে চাইনি, কারণ তিনি তখন একজন সুপারস্টার ছিলেন। নিজের একটি আলাদা পরিচয় তৈরি করাটা আমার কাছে সঠিক মনে হয়েছিল।”

মা হওয়ার অনেক আগে থেকেই কিয়ারা তাঁর ভবিষ্যৎ সন্তান নিয়ে কথা বলেছেন। ২০১৯ সালে ‘গুড নিউজ’ ছবির প্রচারের সময় তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল যে, তিনি করিনা কাপুরের কোন গুণটি তাঁর মেয়ের মধ্যে দেখতে চান। এর জবাবে কিয়ারা বলেছিলেন, “তাঁর আত্মবিশ্বাস, তাঁর অভিব্যক্তি, তাঁর ব্যক্তিত্ব, সবকিছুই।”

সিদ্ধার্থ এবং কিয়ারার প্রেমকাহিনি শুরু হয় অনেকটা চুপিসারেই। ২০১৮ সালে একটি ফিল্ম পার্টিতে তাঁদের প্রথম দেখা হয়েছিল। এরপর ২০২১ সালে ‘শেরশাহ’ ছবির শুটিংয়ের সময় তাঁরা একে অপরের আরও কাছাকাছি আসেন। পর্দায় তাঁদের দারুণ রসায়ন তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন তৈরি করে, কিন্তু তাঁরা দীর্ঘদিন নিজেদের সম্পর্ক গোপন রেখেছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]