নিয়ামতপুরে পানি আইন ও বিধিমালা বিষয়ক কর্মশালা

আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০৬:১৩:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০৬:১৩:০৩ অপরাহ্ন
নওগাঁর নিয়ামতপুরে পানি সম্পদের টেকসই ব্যবহার ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে  ‘বাংলাদেশ পানি আইন ২০১৩ ও পানি বিধিমালা ২০১৮ অবহিতকরণ' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কর্মশালা অনুষ্ঠিত হয়।  উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটি এ কর্মশালার আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন ওয়ারপো’র মহাপরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন। 

এসময় কর্মশালায় উপস্থিত ছিলেন ওয়ারপো'র পরিচালক (পরিকল্পনা) নূর আলম, ওয়ারপো’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম , উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, ওসি হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা বিএমডিএ কর্মকর্তা হারুন আর রশীদ , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মশালায় বক্তারা পানির সংকট মোকাবিলায় আইন ও বিধিমালার যথাযথ প্রয়োগের পাশাপাশি সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন।

ওয়ারপো পরিচালিত একটি সমীক্ষার ফলাফলে নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকায় পানি সংকট ও দূষণের চিত্র তুলে ধরা হয়। এই সমীক্ষার পরিপ্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার কথা বলা হয়। এছাড়াও কর্মশালায় প্রাপ্ত সুপারিশগুলো একত্রিত করে একটি রোডম্যাপ তৈরির প্রস্তাব করা হয়, যা পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

কর্মশালায় অংশগ্রহণকারীরা নিয়ামতপুর উপজেলার পানি সংকট নিরসনে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]