তানোরে একতা যুব সংঘের উদ্যোগে বিলকুমারী বিলে মাছের পোনা অবমুক্ত

আপলোড সময় : ২১-০৮-২০২৫ ১০:১১:১১ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৮-২০২৫ ১০:১১:১১ অপরাহ্ন
রাজশাহীর তানোরে বিল কুমারী বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গত ২১ আগষ্ট বৃহস্পতিবার  পড়ন্ত বিকেলে তানোর একতা যুব সংঘের উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে এসব মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। 

এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসুচির উদ্বোধন করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান। 

তানোর একতা যুব সংঘের সভাপতি আনোয়ার হোসেন রনি সভাপতিত্বে এবং সম্পাদক খাইরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ওয়াশিম মন্ডলের সঞ্চালনায় পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর থানার অফিসার ইনচার্জ(ওসি) আফজাল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা  বাবুল হোসেন, উপজেলা(ইউ ডি এফ) কর্মকর্তা মফিজুল ইসলাম।

অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, একতা যুব সংঘ এর উপদেষ্টা মন্ডলীর সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সালাউদ্দিন মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শহিদুল ইসলাম (নান্টু, তানোর প্রেসক্লাবের সভাপতি সাঈদ সাজু,দলিল লেখক মুন্জুর মন্ডল, একতা যুব সংঘের সিনিয়র সহসভাপতি ও তানোর প্রেসক্লাবের সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, রাকিবুল ইসলাম,কোষাধক্ষ্য রাসেদুল ইসলাম সাগর ,ইচাহাক, সাদ্দাম, সুজন, মাহাফুজ, রাইহান, সানোয়ার নয়ন, রুবেল, অজয় ও মনোয়ারসহ একতা যুব সংঘের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন তানোর বিলকুমারি বিলে  একশ' ১ কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ একতা যুব সংঘের সাফল্য কামনা এবং ভালো কাজে পাশে থাকার আশ্বাস দেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]