গোবিন্দার বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন সুনীতা

আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৭:৫৮:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৭:৫৮:০৬ অপরাহ্ন
বলিউড অভিনেতা গোবিন্দা এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজার দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য জীবন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সম্প্রতি পরকীয়া এবং গার্হস্থ্য হিংসার অভিযোগে গোবিন্দার বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন সুনীতা, যা নিয়ে বলিউড পাড়ায় ব্যাপক আলোচনা চলছে। এর পাশাপাশি, কয়েক মাস আগে গোবিন্দার গুলিবিদ্ধ হওয়ার ঘটনা এবং সেই সময়ে শিল্পা শেঠির সঙ্গে তাঁর কথোপকথনও প্রকাশ্যে এসেছে।

বিবাহবিচ্ছেদের মামলা ও পরকীয়ার অভিযোগ
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সুনীতা আহুজা মুম্বাইয়ের বান্দ্রা পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছেন। তাঁর অভিযোগে গোবিন্দার বিরুদ্ধে পরকীয়া, মানসিক নির্যাতন ও পরিত্যাগের মতো গুরুতর বিষয় উল্লেখ করা হয়েছে। জানা যাচ্ছে, এক ৩০ বছর বয়সী মারাঠি অভিনেত্রীর সঙ্গে গোবিন্দার ঘনিষ্ঠতা তাঁদের সম্পর্কের অবনতির অন্যতম কারণ।

আদালতের পক্ষ থেকে গোবিন্দাকে গত ২৫শে মে তলব করা হলেও তিনি হাজির হননি, যদিও সুনীতা উপস্থিত ছিলেন। এর আগেও ফেব্রুয়ারি মাসে তাঁদের বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল। তখন গোবিন্দার আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়েছিল যে, ছয় মাস আগে সুনীতা বিবাহবিচ্ছেদের নোটিস পাঠালেও তাঁরা নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নিয়েছেন। তবে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ তাঁদের সম্পর্ক যে আবারও সংকটের মুখে, তাই নির্দেশ করছে।

সুনীতার ভ্লগ ও মানসিক অবস্থা
সম্প্রতি সুনীতা আহুজা নিজের একটি ইউটিউব ভ্লগে তাঁর মানসিক অবস্থার কথা তুলে ধরেছেন। মুম্বাইয়ের মহালক্ষ্মী মন্দিরে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং বলেন যে তিনি গোবিন্দার সঙ্গে সুখী দাম্পত্য জীবনের জন্য প্রার্থনা করেছিলেন। তিনি আরও বলেন যে, জীবনে অনেক চড়াই-উতরাই এলেও, যারা তাঁর ঘর ভাঙার চেষ্টা করছে, ঈশ্বর তাদের ক্ষমা করবেন না।

গুলিবিদ্ধ হওয়ার ঘটনা
প্রায় দশ মাস আগে, গোবিন্দা নিজের লাইসেন্স করা রিভলবার থেকে দুর্ঘটনাক্রমে গুলিবিদ্ধ হন। ঘটনাটি ঘটেছিল যখন তিনি আলমারিতে রিভলবারটি রাখতে যাচ্ছিলেন। গুলিটি তাঁর পায়ে লাগে এবং অস্ত্রোপচারের মাধ্যমে তা বের করা হয়। এই ঘটনার সময় গোবিন্দা বাড়িতে একাই ছিলেন। তাঁর স্ত্রী সুনীতা সেই সময় জয়পুরে খাটুশ্যামজির মন্দিরে গিয়েছিলেন।

শিল্পা শেঠির সঙ্গে কথোপকথন
গোবিন্দা গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে ভর্তি থাকাকালীন অনেক বলিউড তারকা তাঁকে দেখতে যান। তাঁদের মধ্যে ছিলেন অভিনেত্রী শিল্পা শেঠিও। পরবর্তীকালে একটি টেলিভিশন শো-তে গোবিন্দা জানান, শিল্পা তাঁকে হাসপাতালে দেখতে এসে মজাদার ছলে জিজ্ঞাসা করেন, "তোমার গুলি কীভাবে লাগল? সুনিতা কোথায় ছিল?" উত্তরে গোবিন্দা বলেন যে সুনীতা মন্দিরে ছিলেন। তখন শিল্পা হেসে বলেন, "তাহলে গুলিটা কে করলো?" এই কথায় উপস্থিত সকলেই হেসে ওঠেন।

গোবিন্দা ও সুনীতার সম্পর্কের বর্তমান পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন সকলের নজর। যদিও গোবিন্দার পক্ষ থেকে এই বিচ্ছেদের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে, তবে সুনীতার আইনি পদক্ষেপ অন্য ইঙ্গিতই বহন করছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]