পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সামার সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ১১:২৫:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ১১:২৫:০১ অপরাহ্ন
বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (পিইউবি) সামার-২০২৫ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কুদরত-ই-জাহান। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম।

পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান রোটাঃ ডাঃ মতিউর রহমান, বিওটি সদস্য আয়শা বেগম, ইঞ্জি. হারুন-অর রশিদ, এবং মনিরুল মাহতাব তমাল তরু।

এছাড়াও বক্তব্য রাখেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত আলম মীর, পিইউবি’র ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান এবং রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ। পিইউবি’র ইমেরিটাস প্রফেসর ও বিওটি উপদেষ্টা ড. এম. আফজাল হোসেন অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন।

নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন ইসলামিক স্টাডিজ বিভাগের মোঃ আল ইমন, সিএসই বিভাগের মোঃ আরিফুল রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের আসতিক আহমেদ অন্তিক এবং আইন বিভাগের সানজিদা সোহা।

অতিথিরা তাদের বক্তব্যে নবীন শিক্ষার্থীদের মানবতাবাদী, বিজ্ঞানমনস্ক ও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তারা শিক্ষার্থীদের মানবিক গুণাবলি অর্জন করে সত্যের পথে থেকে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করার জন্য উৎসাহিত করেন। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]