পুণ্ড্র ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীর বিদেশি স্কলারশিপ অর্জন

আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০৬:১১:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০৬:১১:৫৭ অপরাহ্ন
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বগুড়ার একজন শিক্ষক এবং ছয়জন শিক্ষার্থী চীন ও রাশিয়া সরকারের বৃত্তি লাভ করে সেখানে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। ২৩ আগস্ট বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ওরিয়েন্টেশন প্রোগ্রাম শেষে তাদের সংবর্ধিত করা হয়।

কৃতি শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কুদরত-ই-জাহান, পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ও টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম, ভাইস চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ রোটাঃ ডাঃ মোঃ মতিউর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। পুণ্ড্র ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মোঃ রাকিবুল ইসলাম উচ্চ শিক্ষার্থে চীনের সিয়ান জিয়াটং বিশ্ববিদ্যালয় সরকারি স্কলারশিপ অর্জন করেছেন।

শিক্ষার্থীদের মধ্যে ইংরেজী নবম ব্যাচের মাফরুহা তাসনিম পারসা এবং জেবিন তাসনিম আন-নূর চীনের সাউথ ওয়েস্ট ইউনিভার্সিটির অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে মাস্টার্স প্রোগ্রামে স্কলারশিপ অর্জন করেছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৪তম ব্যাচের শিক্ষার্থী মোঃ সাকিবুল হাসান, মোঃ নিয়ামুল কবির হৃত্ত্বিক, কামরুল হাসান জয় এবং মোঃ জিসান উল হক রাশিয়ার বাস্কির স্টেট অ্যাগ্রেরিয়ান ইউনিভার্সিটিতে ব্যাচেলর প্রোগ্রামে স্কলারশিপ অর্জন করেছে।     

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]