
বলিউড বাদশা শাহরুখ খানের কাছে তাঁর কন্যা সুহানা খান যে 'নয়নের মণি', তা আবারও প্রকাশ পেলো।
সম্প্রতি, সুহানার একটি ইনস্টাগ্রাম পোস্টে শাহরুখের করা একটি মন্তব্য নেটিজেনদের নজর কেড়েছে, যা পিতা-কন্যার মধুর সম্পর্কের এক সুন্দর প্রতিফলন।
ঘটনার সূত্রপাত, যখন সুহানা খান তাঁর দাদা আরিয়ান খানের আসন্ন সিরিজ 'ব্যাডস অফ বলিউড'-এর 'বদলি সি হাওয়া হ্যায়, তুঝে কুছ তো হুয়া হ্যায়' গানটি নিয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করেন। তিনি একটি বেজ রঙের কো-অর্ড পোশাকে নিজের কয়েকটি ছবি পোস্ট করেন এবং তার সাথে দাদার পরিচালিত সিরিজের গানটি জুড়ে দেন। সুহানার এই ছবি দেখে মুগ্ধ হন তাঁর বাবা শাহরুখ খানও।
মেয়ের ছবির নিচে শাহরুখ মন্তব্য করে লেখেন, “একদম ‘বদলি বদলি’ সি... তবে একই রকম সুন্দর!” এই একটি মন্তব্যেই স্পষ্ট হয়ে যায় যে, সুহানা তাঁর বাবার কতটা আদরের। শাহরুখের এই মন্তব্য নেটিজেনদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
যদিও শাহরুখের স্নেহ শুধু কন্যার জন্য নয়, তাঁর দুই পুত্রের প্রতিও তিনি সমান স্নেহশীল। ছোট ছেলে আব্রামকে তিনি চোখে হারান এবং বড় ছেলে আরিয়ান খানের প্রতি তাঁর ভালোবাসা প্রকাশ পেয়েছে 'ব্যাডস অফ বলিউড' সিরিজের প্রচার অনুষ্ঠানে। সেখানে তিনি অনুরাগীদের কাছে প্রায় অনুরোধের সুরেই বলেন, "আমার পুত্রকেও ভালবাসবেন, ঠিক যেমন ভাবে আমাকে ভালবেসেছেন।
উল্লেখ্য, আরিয়ান খান ক্যামেরার পিছনে থাকতেই স্বচ্ছন্দ বোধ করলেও, সুহানা খান অভিনয়কেই নিজের পেশা হিসেবে বেছে নিয়েছেন।
ইতিমধ্যেই জোয়া আখতার পরিচালিত 'দ্য আর্চিজ' ছবিতে তাঁর অভিনয় দর্শক দেখেছেন। এরপরে তাঁকে তাঁর বাবা শাহরুখ খানের সাথে 'কিং' ছবিতে দেখা যাবে।
সম্প্রতি, সুহানার একটি ইনস্টাগ্রাম পোস্টে শাহরুখের করা একটি মন্তব্য নেটিজেনদের নজর কেড়েছে, যা পিতা-কন্যার মধুর সম্পর্কের এক সুন্দর প্রতিফলন।
ঘটনার সূত্রপাত, যখন সুহানা খান তাঁর দাদা আরিয়ান খানের আসন্ন সিরিজ 'ব্যাডস অফ বলিউড'-এর 'বদলি সি হাওয়া হ্যায়, তুঝে কুছ তো হুয়া হ্যায়' গানটি নিয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করেন। তিনি একটি বেজ রঙের কো-অর্ড পোশাকে নিজের কয়েকটি ছবি পোস্ট করেন এবং তার সাথে দাদার পরিচালিত সিরিজের গানটি জুড়ে দেন। সুহানার এই ছবি দেখে মুগ্ধ হন তাঁর বাবা শাহরুখ খানও।
মেয়ের ছবির নিচে শাহরুখ মন্তব্য করে লেখেন, “একদম ‘বদলি বদলি’ সি... তবে একই রকম সুন্দর!” এই একটি মন্তব্যেই স্পষ্ট হয়ে যায় যে, সুহানা তাঁর বাবার কতটা আদরের। শাহরুখের এই মন্তব্য নেটিজেনদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
যদিও শাহরুখের স্নেহ শুধু কন্যার জন্য নয়, তাঁর দুই পুত্রের প্রতিও তিনি সমান স্নেহশীল। ছোট ছেলে আব্রামকে তিনি চোখে হারান এবং বড় ছেলে আরিয়ান খানের প্রতি তাঁর ভালোবাসা প্রকাশ পেয়েছে 'ব্যাডস অফ বলিউড' সিরিজের প্রচার অনুষ্ঠানে। সেখানে তিনি অনুরাগীদের কাছে প্রায় অনুরোধের সুরেই বলেন, "আমার পুত্রকেও ভালবাসবেন, ঠিক যেমন ভাবে আমাকে ভালবেসেছেন।
উল্লেখ্য, আরিয়ান খান ক্যামেরার পিছনে থাকতেই স্বচ্ছন্দ বোধ করলেও, সুহানা খান অভিনয়কেই নিজের পেশা হিসেবে বেছে নিয়েছেন।
ইতিমধ্যেই জোয়া আখতার পরিচালিত 'দ্য আর্চিজ' ছবিতে তাঁর অভিনয় দর্শক দেখেছেন। এরপরে তাঁকে তাঁর বাবা শাহরুখ খানের সাথে 'কিং' ছবিতে দেখা যাবে।