সর্বনিম্ন ১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ

আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৪:২৪:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৪:২৪:৫২ অপরাহ্ন
এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ বাড়তেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়ে দিল টিকিটের মূল্য। সর্বনিম্ন ১৫০ টাকা খরচ করলেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করা যাবে। আর যারা বিশেষ আসন থেকে খেলা দেখতে চান, তাদের জন্য রয়েছে সর্বোচ্চ ২০০০ টাকার টিকিট।

আগামী ৩০ আগস্ট থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১ ও ৩ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এই সিরিজকে কেন্দ্র করে বিসিবি অনলাইনে টিকিটের ব্যবস্থা করেছে। দর্শকরা চাইলে সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন বিসিবির ওয়েবসাইট gobcbticket.com.bd কিংবা অফিসিয়াল বিসিবি টিকিট অ্যাপ থেকে।

এদিকে আসনভেদে টিকিটের দাম নির্ধারণ করে দিয়েছে বিসিবি। শহীদ তুরাব স্ট্যান্ড (পশ্চিম গ্যালারি) ও গ্রিন গ্যালারি/গ্রিন হিল এলাকায় ১৫০ খরচ করেই খেলা দেখতে পারবেন দর্শকরা। শহীদ আবু সাইদ স্ট্যান্ডের (উত্তর-পূর্ব গ্যালারি) টিকিটের মূল্য ধরা হয়েছে ২৫০ টাকা।

ক্লাব হাউস (ব্লক এ১ - ই১) থেকে খেলা দেখতে চাইলে দর্শককে খরচ করতে হবে ৫০০ টাকা। এর বাইরে গ্র্যান্ড স্ট্যান্ড আপার ইস্ট/ওয়েস্ট, গ্র্যান্ড স্ট্যান্ড লোয়ার ইস্ট/ওয়েস্ট ও ডিরেক্টর এনক্লোজার এই তিন জায়গায় টিকিটের মূল্য ২০০০ টাকা করে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]