সাংবাদিক হুসাম আল-মাসরির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শোক প্রকাশ

আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০৫:৫২:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০৫:৫২:৫০ অপরাহ্ন
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের অভিজ্ঞ সাংবাদিক হুসাম আল-মাসরির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গভীর শোক প্রকাশ করছে।

গেল সোমবার (২৬ আগস্ট) গাজার নাসের হাসপাতালের সামনে সরাসরি ভিডিও সম্প্রচারের সময় ইসরায়েলি হামলায় তিনি নিহত হন। ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতেও হুসাম আল-মাসরি সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে বেসামরিক মানুষের দুর্ভোগ বিশ্ববাসীর সামনে তুলে ধরছিলেন। সাংবাদিকতার পেশার প্রতি তার নিষ্ঠা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও সাহসী কর্মধারা তাকে সহকর্মী মহলে বিশেষভাবে জনপ্রিয় করে তুলেছিল।

এনিয়ে এক শোক বার্তায়, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহনা টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামল বলেন গাজায় এ পর্যন্ত মোট ২৪৫ জন সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যার তিব্র নিন্দা জানাচ্ছি। মাসরির মৃত্যুতে আমরা শোকাহত, তিনি ছিলেন সাহসী ও নিষ্ঠাবান সাংবাদিক। সত্য তুলে ধরতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন। "আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। সে সাথে কমিটির সদস্য সচিব জাবিদ অপু এক শোক বার্তায় বলেন, “হুসাম আল-মাসরির মৃত্যু বিশ্ব সাংবাদিকতার জন্য এক অপূরণীয় ক্ষতি। সাহসী সাংবাদিকতার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।” ক্যামেরার আড়ালে থেকেও তার চোখ দিয়েই আমরা যুদ্ধ ও মানবতার বাস্তব চিত্র দেখতে পেয়েছি, তিনি ছিলেন সত্যকে বিশ্বদরবারে তুলে ধরার এক অদৃশ্য সৈনিক। মরহুমের আত্মার মাগফিরাত হোক এবং শোকাহত পরিবার এই শোক সহ্য করার শক্তি অর্জন করুক।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]