বাবা-মায়ের জন্য কোরআনে বর্ণিত ৩টি দোয়া

আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ০১:১২:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ০১:১২:৫৫ অপরাহ্ন
ইসলামি শরিয়তে বাবা-মাকে সর্বোচ্চ মর্যাদা দেয়া হয়েছে। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আর তোমার রব আদেশ দিয়েছেন যে, তোমরা তাকে ছাড়া অন্য কারও ইবাদাত করবে না এবং মা-বাবার সঙ্গে সদাচরণ করবে। তাদের একজন অথবা উভয়েই যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে ‘উফ’ বলো না এবং তাদেরকে ধমক দিও না। আর তাদের সঙ্গে সম্মানজনক কথা বলো। (বনি ইসরাইল, আয়াত: ২৩)

বাবা-মার জন্য দোয়া করা আমাদের অন্যতম বড় দায়িত্ব এবং তাদের প্রতি সন্তানের ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের একটি সুন্দর উপায়।
 
নিচে বাবা-মায়ের জন্য কোরআনে বর্ণিত ৩টি দোয়া উল্লেখ করা হলো:
 
নবীজি মা-বাবার জন্য যে দোয়া করবেন, সেটাও শিখিয়ে দিয়েছেন। দোয়াটি হলো: 
 
رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا (উচ্চারণ: রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা।)  

অর্থ: (হে আমাদের) পালনকর্তা! তাদের উভয়ের প্রতি দয়া কর; যেভাবে তারা আমাকে শৈশবে লালন-পালন করেছেন। 

যাদের মা-বাবা মৃত্যু বরণ করেছেন, তাদের জন্যও রসুল সা. দোয়া শিখিয়ে দিয়েছেন। দোয়াটি হলো: 
 
رَبَّنَا ٱغۡفِرۡ لِي وَلِوَٰلِدَيَّ وَلِلۡمُؤۡمِنِينَ يَوۡمَ يَقُومُ ٱلۡحِسَابُ (উচ্চারণ: রাব্বানাগ ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াক্বুমুল হিসাব।) 

অর্থ: হে আমাদের প্রতিপালক! রোজ কেয়ামতে আমাকে, আমার মা-বাবা ও সব মুমিনকে ক্ষমা করুন।
 
আরেকটি দোয়া হলো: 
 
رَّبِّ ٱغۡفِرۡ لِي وَلِوَٰلِدَيَّ وَلِمَن دَخَلَ بَيۡتِيَ مُؤۡمِنٗا وَلِلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِۖ وَلَا تَزِدِ ٱلظَّٰلِمِينَ إِلَّا تَبَارَۢا (উচ্চারণ: রাব্বিগ ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, ওয়া লিমান দাখালা বাইতিয়া মু’মিনাও ওয়ালিল মু’মিনিনা ওয়াল মু’মিনাত। ওয়ালা তাজিদিজ জা-লিমিনা ইল্লা তাবারা।) 
 
অর্থ: হে আমার রব! আমাকে, আমার মা-বাবাকে, যে আমার ঘরে ঈমানদার হয়ে প্রবেশ করবে তাকে এবং মুমিন নারী-পুরুষদের ক্ষমা করুন এবং আপনি জালিমদের ধ্বংস ছাড়া আর কিছুই বাড়িয়ে দেবেন না।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]