আজ টিভিতে দেখা যাবে ইত্যাদির চরফ্যাশন পর্ব

আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ০২:৩৭:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ০২:৩৭:০৩ অপরাহ্ন
বাংলাদেশ টেলিভিশনের পর্দায় আজ রাতে দেখা যাবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। এবারের পর্বের আয়োজনে আলো ছড়াবে নদীবিধৌত দ্বীপ জেলা ভোলা। বৃটিশ আমলের শতবর্ষী ট্যাফনাল ব্যারেট স্কুলের সামনে ধারণ করা হয়েছে পর্বটি।

গান তো থাকছেই! ভোলাকে ঘিরে একটি পরিচিতিমূলক গানে কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা, আর নৃত্যে জমকালো পরিবেশনা করেছেন স্থানীয় শতাধিক শিল্পী। গানের সুর করেছেন নিজে হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী। অন্যদিকে জনপ্রিয় দুই কণ্ঠ রবি চৌধুরী ও আঁখি আলমগীরও হাজির হচ্ছেন নতুন গান নিয়ে, যার কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদুল।

দর্শকপর্বে এবার চমক ভোলার জনপ্রিয় তরুণ অভিনেতা তৌসিফ মাহবুব। আর বিশেষ আকর্ষণ— এভারেস্টজয়ী এম এ মুহিতের সাক্ষাৎকার। কেন তিনি দ্বিতীয়বার চূড়া ছোঁয়ার সময় নিশাত মজুমদারের সঙ্গে ইত্যাদি লেখা ব্যানার হাতে তুলেছিলেন— সেই কাহিনি শুনেই দর্শক জানবেন সত্যিকারের প্রেরণার গল্প।

অনুষ্ঠানে থাকছে ভোলা জেলার ইতিহাস, ১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের স্মৃতি, মহিষ ব্যবসার বাস্তবতা, জেলেদের জীবনযাত্রার করুণ চিত্র এবং বিদেশি প্রতিবেদন হিসেবে চীনের বেইজিং সামার প্যালেসের ঝলক।

নিয়মিত সামাজিক নাট্যাংশেও চমক। সমসাময়িক নানা প্রসঙ্গ উঠে আসবে হাস্যরসের আবহে— কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম বৃদ্ধা, সাংস্কৃতিক বিতর্ক, সন্তানের মোবাইল আসক্তি, সিনেমার প্রচারণা, ভাইরাস আতঙ্ক থেকে শুরু করে চোরের সংজ্ঞা পর্যন্ত! অভিনয়ে থাকছেন দিলারা জামান, সোলায়মান খোকা, আব্দুল আজিজ, সুভাশিষ ভৌমিক, মুকিত জাকারিয়া, শাহেদ আলীসহ আরও অনেকে।

সব মিলিয়ে জমজমাট আয়োজন। আর বরাবরের মতোই রচনা, পরিচালনা ও উপস্থাপনায় আছেন হানিফ সংকেত। প্রযোজনা করেছে ফাগুন অডিও ভিশন, পৃষ্ঠপোষকতায় কেয়া কসমেটিকস লিমিটেড।

বাংলা সংবাদের পর আজ রাত ৮টায় বিটিভির পর্দায় আয়োজনটি দেখা যাবে। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]