কেন নিজে সন্তান নেননি, জানালেন সানি লিওন

আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ০৭:১৬:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ০৭:১৬:১৯ অপরাহ্ন
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সানি লিওন একসময় পর্নো তারকা হিসাবে পরিচিত ছিলেন। পরে বলিউড ইন্ডাস্ট্রিতে সিনেমায় জড়িয়ে তারকাখ্যাতি লাভ করেন। বৈবাহিক জীবনে সানি লিওন তিন সন্তানের মা। এক সাক্ষাৎকারে মা হওয়ার কথা জানালেন অভিনেত্রী।

যদিও প্রথম কন্যাসন্তানকে দত্তক নিয়েছিলেন সানি। পরের দুই সন্তানকে সারোগেসির মাধ্যমে জন্ম দিয়েছেন। সেই দুই সন্তানের সারোগেট মা এখন ঠিক কেমন আছেন? নিজে কেন সন্তানধারণ করেননি, সেই কারণও প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

সম্প্রতি অভিনেত্রী সোহা আলি খানের পডকাস্টে এ কথা জানালেন সানি লিওন। তাদের সঙ্গে ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ কিরণ কোয়েলহো। তিনিও নারীদের স্বাস্থ্যের বিষয়ে কথা বলেছেন এ পডকাস্টে।

অভিনেত্রী বর্তমানে তিন সন্তানের মা। প্রথম সন্তান নিশাকে দত্তক নিয়েছিলেন। তার পরে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় যমজ সন্তান— নোয়া ও অ্যাশর। সারোগেট মাকে নাকি বড় অঙ্কের অর্থ দিয়েছিলেন সানি। সেই টাকায় ওই নারী একটি বিরাট বাড়ি কেনেন। এমনকি ওই টাকা দিয়েই ধুমধাম করে বিয়েও করেন তিনি।

সোহার সেই পডকাস্টের ঝলক ইতোমধ্যে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এসেছে। সেখানে সোহা বলেন, আজকের পর্বে আমরা বিভিন্নভাবে বাবা-মা হয়ে ওঠার পদ্ধতি নিয়ে আলোচনা করব। এক সন্তান দত্তক নেওয়ার পর কেন সারোগেসির পথই বেছে নিয়েছিলেন অভিনেত্রী,  সানি কি নিজে সন্তানধারণ করতে চাননি?

এমন প্রশ্নের উত্তরে সঙ্গে সঙ্গে সানি লিওন বলেন, আমি সব সময়ে সন্তান দত্তক নিতে চেয়েছিলাম। তিনি আরও বলেন, সারোগেট মাকে তারা সাপ্তাহিকভাবে অর্থ দিতেন। সেই টাকার অঙ্ক এতটাই বড় ছিল যে, একটি বাড়ি পর্যন্ত কিনে ফেলেন তিনি।

উল্লেখ্য, এর আগে ২০১১ সালে ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেছিলেন সানি লিওন। তখনো তারা পর্নো ছবির দুনিয়ায় ছিলেন। ২০১৭ সালে তারা কন্যা দত্তক নেন এবং ২০১৮ সালে জন্ম হয় নোয়া ও অ্যাশরের।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]