১৮ বছর বয়সে পোশাক খুলে দাঁড়িয়ে ছিলেন কেট উইন্সলেট

আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৫:১০:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৫:১০:২৩ অপরাহ্ন
তিন দশকেরও বেশি সময় ধরে দর্শকদের মুগ্ধ করে রাখা ব্রিটিশ অভিনেত্রী কেট উইন্সলেট সম্প্রতি ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন সাক্ষাৎকার ও টক শোতে তিনি নতুন সিনেমা থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের নানা প্রসঙ্গে কথা বলছেন।

তবে সম্প্রতি ‘গ্রাহাম নরটন’ শোতে এসে তিনি তাঁর অভিনয় জীবনের প্রথম দিকের এমন এক ঘটনার স্মৃতিচারণ করেছেন, যা এর আগে কখনো প্রকাশ করেননি।

ঘটনাটি ঘটেছিল কেট উইন্সলেটের মাত্র ১৮ বছর বয়সে, যখন তিনি ম্যানচেস্টারে একটি নাটকে অভিনয় করছিলেন।

তিনি জানান, সেই নাটকে তাঁর চরিত্রটি ছিল একজন চিকিৎসকের সেক্রেটারির চাকরিপ্রত্যাশীর। নিয়োগের আগে চিকিৎসক তাঁকে পরীক্ষা করার জন্য পোশাক খুলতে বলেন। কেট তাঁর চরিত্র অনুযায়ী পোশাক খুলে মঞ্চে দাঁড়ান। কিন্তু ঠিক তখনই ঘটে এক বিব্রতকর পরিস্থিতি – তাঁর প্রচণ্ড বাথরুম পেয়েছিল!

কেট উইন্সলেট বলেন, "পোশাক খুলে মঞ্চে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড চাপ থাকার পরও বাথরুমে যেতে পারছি না…সে এক বিব্রতকর অবস্থা।" তিনি আরও জানান, মঞ্চে অভিনেতা-অভিনেত্রীদের পোশাক খোলাটা সাধারণ ঘটনা হলেও, সাধারণত এ ধরনের দৃশ্যের আগে চারপাশে এক ধরনের পর্দা টেনে দেওয়া হতো, যাতে দর্শকরা সরাসরি দেখতে না পারেন। সেই দিনের ঘটনা স্মরণ করে কেট জানান, অভিনয় শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি দৌড়ে বাথরুমে গিয়েছিলেন।

অভিনয় জীবনের প্রথম দিকের এই অপ্রকাশিত ঘটনাটি কেট উইন্সলেটের ভক্তদের মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি করেছে। এই ঘটনা প্রমাণ করে যে একজন তারকা হওয়ার আগেও তাঁকে নানা ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]