নিয়ামতপুরে ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০৪:১৩:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০৪:১৩:২৩ অপরাহ্ন
নওগাঁর নিয়ামতপুরে ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

নিয়ামতপুর উপজেলা প্রশাসন ও ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর আয়োজনে কর্মশালায় সহযোগিতা করেছে  সুইজারল্যান্ড ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়াম। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁর স্থানীয় সরকারের উপপরিচালক টি.এম.এ. মমিন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মোছা. মুর্শিদা খাতুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন, নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী (বিএমডিএ)  মো. হারুন অর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হকসহ উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গোফরইমপ্যাক্ট কর্মসূচির বাস্তবায়ন ইউনিটের প্রতিনিধিবৃন্দ, উপজেলার সকল ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ও ইএসডিও’র কর্মীবৃন্দ।

স্থানীয় পর্যায়ে সুষম উন্নয়নের লক্ষ্যে রূপকল্প নির্ধারণসহ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের গুরুত্ব ও প্রযোজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ওয়াটারএইড বাংলাদেশের পলিসি এন্ড গভর্ন্যান্স স্পেশালিস্ট রঞ্জন কুমার ঘোষ।

প্রধান অতিথি টি.এম.এ. মমিন তাঁর বক্তব্যে  ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের উপর গুরুত্বারোপ করেন। তিনি এ বছরের  ৩০ ডিসেম্বরের মধ্যে সকল ইউনিয়ন পরিষদকে তাঁর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করে ওয়েবসাইটে প্রকাশ করার জন্য নির্দেশনা প্রদান করেন।

কর্মশালায় ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের বিধি-বিধান, বিদ্যমান চ্যালেঞ্জ সমূহ চিহ্নিতকরণ, করণীয় পরামর্শ ও সুপারিশ বিবেচনায় রেখে প্রতিটি ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা তৈরি করতে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন ওয়াটারএইড বাংলাদেশের স্টেকহোল্ডার এনগেজমেন্ট এক্সপার্ট সাঈদ মাহাদী। তিনি বলেন,  এই প্রশিক্ষণ জ্ঞানকে কাজে লাগিয়ে পরবর্তীতে ইউনিয়ন পরিষদ তাঁদের পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে সক্ষম হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]