অহংকার দূর করতে ৪টি কাজ করুন

আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০৪:২৫:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০৪:২৫:৪১ অপরাহ্ন
অহংকার একটা মারাত্মক ব্যধি। অংকারী ব্যক্তিকে দুনিয়ার মানুষ পছন্দ করে না, আল্লাহ তাআলাও পছন্দ করেন না। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পছন্দ করেন না তাদেরকে যারা দাম্ভিক, অহঙ্কারী। (সুরা নিসা: ৩৬)

আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ভূপৃষ্ঠে দম্ভ ভরে বিচরণ করনা, তুমিতো কখনই পদভারে ভূ-পৃষ্ঠ বিদীর্ণ করতে পারবেনা এবং উচ্চতায় তুমি কখনই পর্বত সমান হতে পারবেনা। (সুরা ইসরা: ৩৭)

আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, অহংকারবশে তুমি মানুষকে অবজ্ঞা করনা এবং পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ করনা। কারণ আল্লাহ কোন উদ্ধত, অহংকারীকে পছন্দ করেননা। (সুরা লোকমান: ১৮)

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, নবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যার অন্তরে অণু পরিমাণও অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। এ কথা শুনে এক ব্যক্তি জিজ্ঞাসা করল, মানুষ তো পছন্দ করে যে, তার কাপড়-চোপড় সুন্দর হোক, তার জুতা সুন্দর হোক, এটাও কি অহংকারের মধ্যে গণ্য হবে? তিনি বললেন, নিশ্চয় আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য ভালবাসেন। অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা ও মানুষকে তুচ্ছজ্ঞান করা। (সহিহ মুসলিম: ২৭৫)

আল্লাহর জন্য যে অহংকার ত্যাগ করে, বিনয়ী হয়, নিজের চোখে ছোট থাকে, আল্লাহ তাআলা তাকে মানুষের চোখে বড় বানিয়ে দেন। তার সম্মান বাড়িয়ে দেন। আর যে অহংকার করে, নিজেকে বড় মনে করে, আল্লাহ তার সম্মান কমিয়ে দেন। মনে মনে নিজেকে অনেক বড় মনে করলেও মানুষের চোখে সে ছোট হয়ে যায়।
আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, সদকা করলে সম্পদ কমে না। যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। আর কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য বিনীত হলে তিনি তার মর্যাদা বাড়িয়ে দেন। (সহিহ মুসলিম: ৬৩৫৬)

অন্তরের অংকার দূর করার জন্য ৪টি কাজ করুন:

১. নিজের দোষ ত্রুটিগুলো নিয়ে বেশি বেশি চিন্তা ভাবনা করুন। নিজের দুর্বলতা ও অক্ষমতাগুলোর কথা ভাবুন। নিজেকে সব সময় অন্যের চেয়ে ছোট ও তুচ্ছ মনে করুন।

২. বড় ছোট সবাইকে আগে সালাম দিন। সালাম দিলে আল্লাহ অন্তরের অহংকার দূর করে দেন।

৩. বেশি বেশি এই দোয়া পড়ুন :

اَللّٰهُمَّ اجْعَلْنِي شَكُوْرًا وَاجْعَلْنِي صَبُوْرًا وَاجْعَلْنِي فِيْ عَيْنِي صَغِيْرًا وَفِيْ أَعْيُنِ النَّاسِ كَبِيْرًا

উচ্চারণ: আল্লাহুম্মা-জআলনী শাকূরা ওয়া-জআলনী সাবূরা ওয়া-জআলনী ফী আইনী সাগীরা ওয়া ফী আইয়ুনি-ন্নাসি কাবীরা।

অর্থ: হে আল্লাহ! আমাকে কৃতজ্ঞ ও ধৈর্যশীল বানান। আমার নিজের চোখে আমাকে ছোট বানান, মানুষের চোখে বড় বানান।

৪. শুধু অহংকারের কারণে শয়তান অভিশপ্ত ও চির-জাহান্নামী হয়েছে এটা স্মরণ করুন। অহংকার সম্পর্কিত আয়াত ও হাদিসগুলো স্মরণ করুন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]