সাতক্ষীরা সীমান্তে সাড়ে দশ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক

আপলোড সময় : ০২-০৯-২০২৫ ১১:০৮:২০ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৯-২০২৫ ১১:০৮:২০ অপরাহ্ন
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর ২০২৫) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ বোতল ভারতীয় মদসহ পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল আটক করেছে।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর আভিযানে বোয়ালিয়া পাকা রাস্তা হতে ১৪ বোতল ভারতীয় মদ আটক করে।

এছাড়াও, তলুইগাছা বিওপির আভিযােিন তেতুলবাড়ি হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। ভোমরা বিওপির আভিযানে কুলিয়া রোড হতে ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। ঘোনা বিওপির আভিযানে দাতভাঙ্গা মাঠ হতে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।

কুশখালী বিওপির আভিযানে শ্মশ্বান হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। চান্দুরিয়া বিওপির আভিযানে চান্দুরিয়া মাঠ হতে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। কালিয়ানী বিওপির আভিযানে কালিয়ানী হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।

বৈকারী বিওপির আভিযানে নতুনপাড়া হতে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, বাকাল চেকপোষ্ট এর আভিযানে চেকপোষ্ট হতে ৬২ হাজার ৮০০ টাকার ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে।

আটক পন্যের সর্বমোট মূল্য ৫ লাখ ৪৩ হাজার ৮০০ টাকা।

বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও, মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]