প্রকাশনগর উচ্চ বিদ্যালয়ে নতুন বিজ্ঞানের শিক্ষকের যোগদান

আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০৬:২১:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০৬:২১:৩৬ অপরাহ্ন
আজ প্রকাশনগর উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞানের একজন নতুন শিক্ষক যোগদান করলেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক (জীববিজ্ঞান) পদে নিয়োগপ্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটের কৃতী ও মেধাবী শিক্ষিকা উম্মে কুলসুম এর হাতে নিয়োগপত্র তুলে দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি- মোঃ সেতাউর রহমান এবং প্রধান শিক্ষক- আহম্মেদ আনোয়ার আল শহীদ জুয়েল।

সভাপতি এ সময় তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ছিলো। মরহুম গোলাম রাব্বানী স্যারের মৃত্যুর পর জীববিজ্ঞানের পাঠদানে যে শূন্যতা তৈরি হয়েছিলো, তা কিছুটা হলেও পূরণ হলো। আশা করছি, নতুন শিক্ষিকা তার মেধা ও যোগ্যতা দিয়ে শিক্ষার্থীদের বিজ্ঞানের জটিল বিষয়গুলো সহজভাবে আয়ত্ত করাতে সহায়তা করবেন।”

নতুন শিক্ষকের যোগদান উপলক্ষে বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে তাকে বরণ করে নিয়েছে এবং তারা বেশ আনন্দিত। অনেক শিক্ষার্থী জানিয়েছেন, বিজ্ঞানের কঠিন পাঠগুলো এখন থেকে সহজবোধ্য হয়ে উঠবে।

 অন্যান্য শিক্ষকের পাশাপাশি নতুন বিজ্ঞানের শিক্ষকের দিকনির্দেশনা শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে আরও সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় বিশিষ্টজনেরা।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “প্রকাশনগর উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি মানুষ গড়ার এক কারখানা। এখানে যোগদানকারী প্রতিটি শিক্ষকই ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার কারিগর। আমরা আশা করছি উম্মে কুলসুম ম্যাডামের আন্তরিকতা ও নিষ্ঠা বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে।”

স্থানীয় শিক্ষানুরাগীরা মনে করছেন, এই নিয়োগ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]