তানোরের আলোচিত মহানগর ক্লিনিককে দু'লাখ টাকা জরিমানা

আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০৯:৪৭:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০৯:৪৭:০৭ অপরাহ্ন
রাজশাহীর তানোরে অনুমোদনহীন কার্যক্রম ও ভুল চিকিৎসার অভিযোগে মহানগর ক্লিনিককে ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ক্লিনিকটির সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান।

৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে ইউএনও লিয়াকত সালমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাঁসদা এবং থানা পুলিশের সদস্যরা।

জানা যায়, স্থানীয় গৃহবধূ রোজিনা খাতুনের ভুল অপারেশনের অভিযোগে তিনি জেলা সিভিল সার্জন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর বিভিন্ন সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে।

পরবর্তীতে ইউএনও লিয়াকত সালমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযোগের সত্যতা পান। এ সময় কাগজপত্রে অসংগতি ও অনুমোদনহীন কার্যক্রম প্রমাণিত হওয়ায় ক্লিনিককে দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং অবিলম্বে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে ইউএনও লিয়াকত সালমান বলেন,“মানুষের জীবন নিয়ে কারও অবহেলা বা প্রতারণা মেনে নেওয়া হবে না। ভুল চিকিৎসা বা অনুমোদন ছাড়া ক্লিনিক পরিচালনার দায়ে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। জনগণের স্বাস্থ্যসেবায় অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে ইউএনওর এমন সাহসী ও দ্রুত পদক্ষেপে স্থানীয় জনসাধারণ তাঁকে ভূয়সী প্রশংসা ও সাধুবাদ জানিয়েছেন।#

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]