সমুচা আনতে ভুলে যাওয়ায় স্বামীকে মেরে হাসপাতালে পাঠালেন স্ত্রী!

আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০২:২৮:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০২:২৮:০৫ অপরাহ্ন
সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের পিলিভিত জেলায়, স্বামী সমুচা আনতে ভুলে যাওয়ায় এক দম্পতির মধ্যে শুরু হওয়া ঝগড়া হিংসাত্মক রূপ নেয় বলে খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম। ঝগড়ার পর ওই নারী তার বাড়ির লোকজন ডেকে নিজের স্বামীকে জনসম্মুখে মারধর করে বলেও জানা গেছে।
 
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ওই নারী এবং তার ভাইদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
 
প্রতিবেদন অনুসারে, জেলার ভগবন্তপুরের বাসিন্দা শিবম এই বছরের মে মাসে একই জেলার বাসিন্দা সঙ্গীতার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 
 
সঙ্গীতা কয়েকদিন আগে তার স্বামী শিবমকে বাজার থেকে সিঙ্গারা আনতে বলেছিলেন। কিন্তু শিবম তা ভুলে যান। যদিও স্ত্রীকে তিনি আশ্বস্ত করেছিলেন যে পরের দিন অবশ্যই সমুচা নিয়ে আসবেন। 
 
এরপরও বিষয়টি নিয়ে ওই দম্পতির মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয় এবং সঙ্গীতা তার বাড়ির লোকজন ও ভাইদের ডেকে পাঠান। একপর্যায়ে তারা শিবম এবং তার বাবা বিজয়কে মারধর করে বলে অভিযোগ।
 
পরে বিষয়টি মীমাংসার জন্য একটি পঞ্চায়েত (গ্রামের প্রবীণদের সভা) ডাকা হয়। কিন্তু অভিযোগ পাওয়া গেছে, সেখানেও শিবম এবং সঙ্গীতার মধ্যে ঝগড়া হয় এবং সঙ্গীতার ভাইয়েরা শিবমকে আবার মারধর করে। এতে আহত শিবম এবং তার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
শিবমের বাবা পরে পুলিশের কাছে অভিযোগ দেন এবং চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বিষয়টি তদন্ত করে দেখার কথা জানিয়েছে পুলিশ। সূত্র: ডেকান হেরাল্ড

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]