‘সুন্দরী’ জাহ্নবী কপূরকে নিয়ে প্রকাশ্যে হাসিঠাট্টা!

আপলোড সময় : ০৬-০৯-২০২৫ ০৮:৪৩:০০ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৯-২০২৫ ০৮:৪৩:০০ অপরাহ্ন
জাহ্নবী কপূরকে নিয়ে মশকরায় শামিল হয়ে বিপাকে পড়লেন সোনম বাজওয়া। গত মাসে মুক্তি পেয়েছে জাহ্নবীর ছবি ‘পরম সুন্দরী’। সেই ছবিতে জাহ্নবীর অভিনয় নিয়ে মশকরা করেছেন এক নেটপ্রভাবী। সেই ঠাট্টায় সম্মতি দিয়ে কটাক্ষের শিকার সোনম।

‘পরম সুন্দরী’ ছবিতে এক দক্ষিণী যুবতীর চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী। তাঁর চরিত্রের নাম ‘সুন্দরী’। ছবিতে তাঁর সংলাপ বলার ধরন নিয়ে সমালোচনা হয়েছে। নিন্দকদের দাবি, সংলাপগুলো মোটেই ঠিক করে বলতে পারেননি জাহ্নবী। তবে অভিনেত্রীর অনুরাগীদের দাবি, দক্ষিণী কন্যার বেশে একেবারে যথাযথ অভিনেত্রী। এই আলোচনার মধ্যেই এক জনপ্রিয় নেটপ্রভাবী অনালী সেরেজো জাহ্নবীকে ব্যঙ্গ করে একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নেন।

অনালীর ভিডিয়ো সমাজমাধ্যমে সাড়া ফেলে। বহু অভিনেতার ব্যঙ্গ করেন তিনি। এই ভিডিয়োটিও তাঁর অনুরাগীদের চোখে পড়ে। অনালীর ভিডিয়োর মন্তব্য বিভাগে কয়েকটি ইমোজি পোস্ট করেন সোনম। সেই ইমোজি স্পষ্ট বলে দেয়, ভিডিয়োটি দেখে হেসে গড়িয়ে পড়েছেন সোনমও। সেখান থেকেই সমস্যার শুরু।

জাহ্নবীর অনুরাগীরা একহাত নেন সোনমকে। এক অনুরাগী লেখেন, “সোনমের নিজের দিকে তাকানো উচিত। নিজে অভিনয় কতটা পারেন, অন্য কাউকে নিয়ে মশকরা করার আগে সেটা দেখা উচিত।” আর এক নেটাগরিক লেখেন, “আসলে বলিউডের তারকাসন্তান আর এক বহিরাগত কখনও পরস্পরের বন্ধু হতে পারে না।”

‘পরম সুন্দরী’ ছবিতে জাহ্নবীর বিপরীতে দেখা গিয়েছে সিদ্ধার্থ মলহোত্রকে। অন্য দিকে সোনমও ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘বাগী ৪’ নিয়ে। এই ছবিতে টাইগার শ্রফের বিপরীতে সোনম ছাড়াও দেখা যাবে হরনাজ় সন্ধুকে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]